জেলা 

বাঁকুড়ার সিদ্দিক-ই-আকবর মিশনে দুদিনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : শিক্ষাদান হয়ে উঠুক আরো ক্ষুরধার। প্রয়োজন আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে আরো আধুনিক করে তোলার। আর এর জন্য মতবিনিময়ের মাধ্যমে নিজেদেরকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য জিডি স্টাডি সার্কেল হাতে নিয়েছে বিভিন্ন মিশনের শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিশেষ কর্মশালা।

শনিবার বাঁকুড়ার খ্যাতনামা প্রতিষ্ঠান সিদ্দিক-ই-আকবর মিশনে শুরু হওয়া দুদিনের কর্মশালার প্রথম দিনের প্রারম্ভিক অধিবেশনে কথাগুলো বলেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক। তিনি আরো বলেন অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় কলকাতা এবং বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট প্রশিক্ষকদের উপস্থিতিতে এই ধরনের আয়োজন আমরা বছরভর চালিয়ে যাচ্ছি। বিভিন্ন মিশনের শিক্ষক শিক্ষিকারা এতে প্রভূত উপকৃত হচ্ছেন এবং এর থেকে সরাসরি লাভবান হচ্ছে রাজ্যের মূলত প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীরা। তিনি আরো বলেন, আমরা তাদের দিকে তাকিয়েই বিভিন্ন মিশনে দুদিনের কর্মশালার আয়োজন করছি। হাতে কলমে পড়াশোনাকে আনন্দময় করে তুলতে বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে এই কর্মশালাগুলিতে।

Advertisement

এদিন সিদ্দিক-ই-আকবর মিশনে দুদিনের এই কর্মশালার প্রারম্ভিক অধিবেশনে ‘পরিবর্ত পরিস্থিতিতে লেখাপড়ার অভিমুখ ও দক্ষতা অনুযায়ী ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক ও লেখক মেচবাহার সেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ডঃ পার্থ সারথি দাস, সৈকত গাঙ্গুলী, শুভজিৎ ‌মাইতি, সিদ্দিক-ই-আকবর মিশনের সম্পাদক মাসুদ মিদ্দে প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশনের সভাপতি সৈয়দ ফজলুর রহমান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ