কলকাতা 

কালনার পিঠেপুলি উৎসবে জনসমাগম ঘিরে উত্তাল, এই জায়গাটা ভিড়ের চাপে আহত ৮

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কালনার পিঠেপুলি উৎসবে বিচিত্রানুষ্ঠানে জনসমাগম ঘিরে উত্তাল সমগ্র এলাকা । ভিড়ের চাপে আহত হলেন বেশ কয়েকজন। উপচে পড়া ভিড় সামলাতে লাঠি নিয়ে তাড়া করে পুলিশ। আহত আট জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে কয়েক দিন ধরেই চলছে পিঠেপুলি মেলা। রবিবার মেলায় মুম্বইয়ের এক সংগীত শিল্পীর অনুষ্ঠান ছিল। তা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে। মাঠের ভিতরে ঢোকার জন্য শুরু হয় হুড়োহুড়ি। ভিড় সামলাতে পুলিশ লাঠি উঁচিয়ে আসে। অভিযোগ, সেই সময় ছোটাছুটিতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন। তাদের মধ্যে বেশিরভাগ মহিলা।

Advertisement

গত বছরের পিঠে পুলি উৎসবেও ভিড় সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। ঠেলাঠেলিতে আহত হয়েছিলেন বেশ কয়েকজন। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবারও।

অনুষ্ঠান শেষে বিধায়ক দেবপ্রসাদ বাগ আহতদের দেখতে হাসপাতালে আসেন। তিনি বলেন, “বারবার মাইকে প্রচার করা হচ্ছিল মাঠের ভেতর প্রবেশ না করার জন্য। গেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাতেও বাইরের মানুষকে ঠেকানো যাচ্ছিল না। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদেরও সরানো যাচ্ছিল না। ভিড়ে হুড়োহুড়িতে পড়ে গিয়ে বেশ কিছু লোক আহত হয়েছে। কয়েকজনের পা ভেঙে গেছে। আনন্দ অনুষ্ঠানে এই ধরনের ঘটনা কাম্য নয়।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ