জেলা 

জঙ্গীপুরে তৈরি হচ্ছে আলিসান সিটি

শেয়ার করুন

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ:মুর্শিদাবাদের জাহাঙ্গীরপুর এক ঐতিহাসিক শহর। নাম পরিবর্তন হয়ে বর্তমানে তা জঙ্গিপুর হিসেবে পরিচিত। জঙ্গিপুরের মহম্মদপুর এলাকায় ইসলামিক পরিবেশে সুস্থ সমাজ গড়ে তুলতে তৈরি হচ্ছে জনবসতি ‘আলিশান সিটি’। তবে জনবসতি গড়ার পূর্বেই সেখানে ভিত্তির প্রস্তর স্থাপন করা হলো একটি মসজিদের।

প্রথমে সেই মসজিদটি তৈরি করা হবে এবং পরবর্তীতে সেখানে ধীরে ধীরে জনবসতি গড়ে উঠবে। সাড়ে তিন শতখ জমির উপর নির্মাণ হচ্ছে সেই মসজিদ। ১৮ ফুটের রাস্তা রেখে দ্রুত তৈরি হবে আলিশান সিটি নামের সেই জনবসতি। উদ্যোক্তা উমর আলী বলেন, ‘জনবসতির উদ্দেশ্যে প্লট করা হয়েছে। জনবসতি হওয়ার আগেই মসজিদ তৈরি করা হচ্ছে। আমাদের লক্ষ ইসলামিক পরিবেশে একটি সুস্থ সমাজ বা জনবসতি গড়ে তোলা।’

Advertisement

এদিন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এলাকার মসজিদ-মাদ্রাসার ইমাম-শিক্ষক এবং সাংবাদিকদের নিয়ে আলোচনা করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ