ফিল্মি স্টাইলে মালদহের ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা
বিশেষ প্রতিনিধি : ফিল্মি স্টাইলে মালদহের ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চললো।গুরুতর জখম অবস্থায় বাবলা সরকারকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতার শারীরিক অবস্থার অত্যন্ত সংকটজনক। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় সকাল ১০টা। ঝলঝলিয়ার মাতালমোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে বেরন বাবলা সরকার। সেই সময় বাইকে করে তিন যুবক আসে। তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর। একটি গুলি বাবলা সরকারের মাথায় লাগে। স্থানীয়দের দাবি, আরেকটি গুলি তাঁর কাঁধেও লাগে। তড়িঘড়ি ওই তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তৃণমূল নেতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।
এই ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাইকে চড়ে আসা যুবকদের মাথায় হেলমেট ছিল। তাই তাদের চেনা সম্ভব হয়নি। কারা বাইকে চড়ে এসেছিল, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, শুটআউটের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জেলাশাসক নিতীন সিংহানিয়া এবং পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।