Lieutenant Governor: সংঘাত শুরু : শেখ আবদুল্লাহর জন্মদিনে এবং শহীদ দিবস বাতিলের সিদ্ধান্তের তীব্র ক্ষোভ প্রকাশ ওমরের
বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীরের প্রথম সারির নেতা শেখ আবদুল্লাহর জন্মদিনে প্রতি বছর ৬ ডিসেম্বর সরকারি ছুটি থাকতো। এবার সেই ছুটি বাতিল করেছে লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) মনোজ সিংহ। একই সঙ্গে ১৯৩১ সালের ১৩ জুলাই তৎকালীন মহারাজা হরি সিংহের সেনার গুলিতে ২২ জন কাশ্মীরি আন্দোলনকারীর নিহত হওয়ার দিনটিকে ‘শহিদ দিবস’ বা ‘সংহতি দিবস’ হিসাবে পালনের রেওয়াজ রয়েছে। এই দিনটিকে বাতিল ঘোষণা করার প্রতিবাদে সরব হয়েছেন ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি।
বিরোধী নেত্রী পিডিপির মেহবুবা মুফতির সঙ্গে সুর মিলিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরে নতুন বছরে সরকারি ছুটির তালিকা থেকে ‘শের-ই-কাশ্মীর’ শেখ আবদুল্লার জন্মদিন ৫ ডিসেম্বর এবং ১৩ জুলাইয়ের শহিদ দিবস স্থান না পাওয়ার কারণেই এই বিতর্ক।
ওমরের পিতামহ শেখ আবদুল্লার জন্মদিন গত কয়েক দশক ধরেই জম্মু ও কাশ্মীরে সরকারি ছুটির দিন ছিল। অন্য দিকে, ১৯৩১ সালের ১৩ জুলাই তৎকালীন মহারাজা হরি সিংহের সেনার গুলিতে ২২ জন কাশ্মীরি আন্দোলনকারীর নিহত হওয়ার দিনটিকে ‘শহিদ দিবস’ বা ‘সংহতি দিবস’ হিসাবে পালনের রেওয়াজ রয়েছে। এই আবহে ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর রাজ্যের বিভাজন ঘটিয়ে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন ৩৭০ অনুচ্ছেদ রদের পর নরেন্দ্র মোদী সরকার ওই দু’টি ছুটি বাতিল করে দিয়েছিল। গত বছর বিধানসভা নির্বাচনে এনসি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে দু’টি ছুটি ফিরিয়ে আনা হবে। কিন্তু গত ৩১ ডিসেম্বর উপরাজ্যপাল তাঁর ক্ষমতাবলে বার্ষিক ছুটির যে তালিকা প্রকাশ করেছেন, তাতে ওই দু’টি ছুটি বাতিল রয়ে গিয়েছে। ফলে তৈরি হয়েছে বিক্ষোভ।