দেশ 

Delhi Assembly Election 2025 : আঠারো হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে পুরোহিত ও শিখ গ্রন্থীদের ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আরো এক বড় প্রতিশ্রুতি দিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এবার তিনি দিল্লির পুরোহিতদের জন্য মাসিক ভাতা হিসাবে আঠারো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।শুধু পুরোহিতদের নয়, গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ অর্থ দেওয়া হবে বলেও জানান কেজরীওয়াল।

সোমবার কেজরীওয়াল বলেন, ‘‘পুরোহিত এবং গ্রন্থিরা আমাদের ধর্মীয় রীতিনীতির রক্ষক। তাঁরা নিঃস্বার্থ ভাবে সমাজের সেবা করে আসছেন। দুর্ভাগ্যবশত, কেউ কখনও তাঁদের আর্থিক নিরাপত্তার ব্যাপারে ভাবেননি।’’ তার পরই তিনি জানান, মঙ্গলবার থেকে নতুন প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। তিনি নিজে হনুমান মন্দিরে গিয়ে এই প্রক্রিয়ার সূচনা করবেন। একই সঙ্গে বিজেপিকে নিশানা করে কেজরী বলেন, ‘‘বিজেপিকে অনুরোধ করছি, নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি যেন না করে।’’

Advertisement

কেজরীওয়ালের নতুন প্রকল্প দিল্লিবাসীর জন্য জনকল্যাণমূলক পরিকল্পনার ধারাবাহিকতা। আপ প্রধান ইতিমধ্যেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য ‘সঞ্জীবনী যোজনা’ প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্প অনুযায়ী, দিল্লির যে সমস্ত নাগরিকের বয়স ৬০ কিংবা তার বেশি, হাসপাতালে তাঁরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এ ছাড়াও ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ নামে আরও একটি প্রকল্পের ঘোষণাও করেছে আপ। দিল্লির সরকার এই প্রকল্পের আওতায় ১৮ বছরের বেশি বয়সি দিল্লির মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি কর্মী বা কোনও রাজনৈতিক পদাধিকারী ছাড়া সব মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ