Donald Trump : লেখিকার যৌন নিগ্রহে দোষী সাব্যস্ত! ৫০ লক্ষ ডলার জরিমানা, অস্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প
বাংলার জনরব ডেস্ক : আমেরিকার এক লেখিকার যৌন-নিগ্রহের দায়ে ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পঞ্চাশ মিলিয়ন ডলার জরিমানা দিতে নির্দেশ দিল আদালত। এই নির্দেশের ফলে প্রচন্ড অস্বস্তিতে পড়েছে ট্রাম্প।
আমেরিকার এক পত্রিকার লেখক ই.জিন ক্যারল ২০১৯ সালে প্রকাশিত একটি বইয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তাঁর দাবি, ১৯৯৬ সালে ম্যানহ্যাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডোনাল্ড তাঁকে ধর্ষণ করেন। ট্রাম্পের বিরুদ্ধে আদালতেও যৌন হেনস্থার মামলা শুরু হয়। কিন্তু একাধিক বার ক্যারলের এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ট্রাম্প। ২০২৩ সালের মে মাসে জুরির ন’জন সদস্য এই মামলার রায় ঘোষণা করেন। ডোনাল্ডকে তাঁরা দোষী সাব্যস্ত করেন। কিন্তু ধর্ষণের অভিযোগে নয়, ক্যারলের মানহানির অভিযোগে ডোনাল্ডকে জরিমানাও করা হয়। আদালত নির্দেশ দেয়, ক্ষতিপূরণ হিসাবে ক্যারলকে ৫০ লক্ষ ডলার দেবেন ট্রাম্প।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আদালতের দ্বারস্থ হন ট্রাম্পের আইনজীবী। যদিও সোমবার আগের রায়ই বহাল রাখেন আপিল আদালতের বিচারকেরা। এর ফলে জানুয়ারি মাসে দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলা ট্রাম্পের অস্বস্তি বাড়ল বলে মনে করা হচ্ছে।