কলকাতা 

রাজ্যের মন্ত্রীদের কোন অনুষ্ঠানে যেতে হলে মুখ্যমন্ত্রীর দফতর থেকে আগাম অনুমতি নিতে হবে,নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কোন সভায় বা কোন অনুষ্ঠানে যেতে হলে আগাম মুখ্যমন্ত্রী দফতরের অনুমতি নিতে হবে। মন্ত্রিসভার সহকর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদের কোন অনুষ্ঠানে যোগ দিতে হবে বা কোথায় তাঁদের উপস্থিতি প্রয়োজন, তা আগে খতিয়ে দেখবে মুখ্যমন্ত্রীর দফতর। তার পরেই সেই সংক্রান্ত ‘অনুমোদন’ পাওয়া যাবে। ২০২৫ সালের শুরু থেকেই এই নির্দেশ কঠোর ভাবে মেনে চলতে হবে মন্ত্রীদের।

নবান্ন সূত্রের খবর, সম্প্রতি এক মন্ত্রীর একটি অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ওই অনুষ্ঠানে মন্ত্রীকে মঞ্চে উঠে সংবর্ধনা জানান এক ব্যক্তি। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার মামলা থাকায় প্রশ্ন ওঠে দলের অন্দরে। সেই সংবর্ধনার বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। বিষয়টি মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছয়। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নাম না করে মুখ্যমন্ত্রী সতর্ক করেন ওই মন্ত্রী-সহ তাঁর বাকি সতীর্থদের। সঙ্গে নির্দেশ দেন, কোন মন্ত্রী কোথায় যাচ্ছেন এবং কোন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তা আগে থেকে মুখ্যমন্ত্রীর দফতরে জানাতে হবে। নতুন বছর থেকেই এই নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

২০২৬ সালে রাজ্যে বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্য মন্ত্রিসভার কোনও সদস্য যাতে অযথা কোনও বিতর্কে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে এখন থেকেই তাঁদের সজাগ করতে চান মুখ্যমন্ত্রী তথা শাসকদলের সর্বময় নেত্রী মমতা। তাই নতুন বছরের গোড়া থেকেই দল তথা প্রশাসনকে তিনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে চান। যাতে বিধানসভা নির্বাচনের আগে কোনও ‘অস্বস্তিকর’ পরিস্থিতি তৈরি না হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ