দেশ 

মহারাষ্ট্রের মন্ত্রীর গলায় পিঁয়াজের মালা পরিয়ে প্রতিবাদ কৃষকের

শেয়ার করুন

বাংলার জনরব  ডেস্ক : ভারত সরকার পিয়াজের রপ্তানির উপর কুড়ি শতাংশ শুল্ক বসিয়েছে। যার ফলে পিঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছে আর এতে মহারাষ্ট্রে পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের কাছে অভিশাপ হিসাবে সামনে এসেছে। সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কৃষকদের এই সমস্যা নিয়ে সরব হয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু তারপর বিজেপি সরকার পুনরায় মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে এর ফলে কৃষকদের সমস্যার সমাধান হয়নি। পেঁয়াজের দাম বৃদ্ধি করার দাবিতে অভিনব আন্দোলন করলো মহারাষ্ট্রের একটি কৃষক। রাজ্যের এক মন্ত্রীকে পিঁয়াজের মালা পরিয়ে আন্দোলনের সত্যপাত করলেন ওই যুবক। এই ঘটনার পরে ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

রাজ্যের মৎস্যমন্ত্রী নীতেশ রানে ওই গ্রামে এক সাধুর পাদুকা-দর্শন অনুষ্ঠানে গেছিলেন। মঞ্চে উঠে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। ঠিক যে সময়ে তিনি মঞ্চ ওঠেন, সঙ্গে সঙ্গে এক কৃষক সেখানে উঠে তাঁকে পেঁয়াজের মালা পরিয়ে দেন। এরপর তিনি মাইকে কিছু একটা বলতেও যাচ্ছিলেন, তবে তার আগেই ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ তাঁকে আটক করে।

Advertisement

সম্প্রতি পেঁয়াজ রফতানিতে ২০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। কৃষকদের একাংশের দাবি, সেই কারণে পেঁয়াজের দাম প্রতি কুইন্টাল ২ হাজার টাকা কমে গেছে। এই জেরে ক্ষতি হচ্ছে চাষীদের। কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে কোনও পদক্ষেপও নিচ্ছে না বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে আর তার জেরেই এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।

চলতি বছর শুরুর দিকে ঘরোয়া বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য ২০ শতাংশ রফতানি শুল্ক চাপিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই সিদ্ধান্তের পর থেকে কৃষকমহলে ক্ষোভের আঁচ বাড়ে। কয়েকদিন আগে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার কেন্দ্রীয় সরকারকে এই শুল্ক বাতিলের আবেদন জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও লাভ হয়নি সেই আর্জি জানিয়ে।

অজিত পাওয়ার দাবি করেছিলেন, আবহাওয়ার পরিবর্তন এবং বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ের জেরে এমনিতেই পেঁয়াজ উৎপাদনে সমস্যা হয়েছে চাষীদের। ইতিমধ্যে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তার ওপর ২০ শতাংশ রফতানি শুল্ক কার্যত তাঁদের কাছে গোদের ওপর বিষফোঁড়া। এখন এটাই দেখার এই নিয়ে আদৌ কেন্দ্র কোনও পদক্ষেপ নেয় কিনা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ