দেশ 

ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি জানালো কেজরিওয়াল, নেপথ্যে রহস্য?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার দাবি তুললেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।ইতিমধ্যেই জোটের সহযোগী দলগুলির কাছে এ বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে কেজরীর দল।

দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন বুধবার কেজরীওয়ালকে ‘ফর্জিওয়াল’ (জালিয়াত) বলেছিলেন। দলের তরফে ‘শ্বেতপত্র’ প্রকাশ করে গত এক দশকে আপের শাসনে দিল্লি দুর্নীতি এবং অনুন্নয়নের শিকার বলেও দাবি করেছিলেন তিনি। সেই সঙ্গে মাকেন বলেছিলেন, ‘‘কেজরীওয়ালের কোনও মতাদর্শ নেই। তিনি রাজনৈতিক স্বার্থে বিজেপির ৩৭০ অনুচ্ছেদ রদ, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করেছেন।’’ তারই ‘জবাবে’ আপ নেতৃত্বের এই পদক্ষেপ বলে প্রকাশিত খবরে দাবি।

Advertisement

যে লোকপাল আন্দোলন করে কেজরীর রাজনৈতিক উত্থান, সেই জনলোকপাল কেন আপ শাসিত দিল্লি এবং পঞ্জাবে গঠন হয়নি, সে প্রশ্নও তোলেন মাকেন। ইতিমধ্যেই কেজরীর বিরুদ্ধে কংগ্রেস নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছে। ফলে দু’দলের টানাপড়েন তীব্র হয়েছে। সাত মাস আগে লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস এবং আপ। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলটির সাতটি আসনেই বিজেপি জিতেছিল। তার পরেই ‘ইন্ডিয়া’র দুই সহযোগীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। দিল্লির পড়শি হরিয়ানায় লোকসভা ভোটে জোটে বেঁধে লড়লেও সেপ্টেম্বরের বিধানসভা ভোটে দু’দল আলাদা ভাবে লড়েছিল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ