জেলা 

পুলিশকে নপুংসক বলে আক্রমণ করলেন তৃণমূলের বিধায়ক অপূর্ব চৌধুরী, তীব্র নিন্দা বিরোধীদের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শাসক দলের বিধায়কের মুখে পুলিশের নিন্দা যা শুনে বিরোধীরা প্রবল নিন্দা করল। জানা গেছে বর্ধমানের মঙ্গল কোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী দুই গোষ্ঠীর অশান্তিকে কেন্দ্র করে পুলিশকে নিশানা করে তিনি প্রকাশ্যে পুলিশকে নপুংসক এবং পুলিশ আধিকারিকের হাতে চুড়ি পরিয়ে দেওয়ার হুমকি দেন।এই ঘটনার প্রবল নিন্দা করেছে বিরোধীরা। তাদের দাবি, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে মাত্রাজ্ঞান হারিয়েছেন শাসকদলের নেতারা। যা তাদের পতনের লক্ষণ।

মঙ্গলবার তৃণমূলের ২টি গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে মঙ্গলকোটে দলের পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে তৃণমূলেরই কিছু কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে মঙ্গলকোট থানার কইচর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের অপর গোষ্ঠীর সদস্যরা। তখন সেখানে হাজির ছিলেন বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি পুলিশকে রীতিমতো হুমকি দিতে থাকেন। তৃণমূল বিধায়ক বলেন, ‘এই নপুংসক পুলিশ আমাদের দরকার নেই। ব্যানার পোড়ানো নিয়ে যদি পুলিশ ব্যবস্থা না নেয় আমরা ব্যবস্থা নেব। এতদিন বলিনি কিছু। কিন্তু এবার আর শান্ত থাকব না।’ আঙুল উঁচিয়ে উর্দি পরা পুলিশ আধিকারিককে হুমকি দিয়ে তিনি বলেন, ‘একটা পর্যন্ত হাতে সময় থাকল তারপর চুড়ি পরিয়ে দেব।’

Advertisement

তৃণমূলের বিধায়কের এই আচরণের তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘এগুলো হল পতনের লক্ষণ। কোনও শাসনের পতনের সময় এলে নিজেরাই নিজেদের অবিশ্বাস করতে শুরু করে। তাই পুলিশকে অবিশ্বাস করতে শুরু করেছেন তৃণমূল নেতারা।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ