করিমপুর ২ ব্লকে তৃণমূলের উদ্যোগে আম্বেদকরকে কটুক্তির প্রতিবাদে ধিক্কার মিছিল
বিশেষ প্রতিনিধি : করিমপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁঠালিয়া বাজারে ড. বি.আর. আম্বেদকরকে কটুক্তির প্রতিবাদে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডলের নেতৃত্বে এবং সাংসদ মহুয়া মৈত্রের তত্ত্বাবধানে বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ধিক্কার মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “ড. আম্বেদকর ভারতের সংবিধানের রূপকার এবং গণতন্ত্রের স্তম্ভ। তাঁকে কটুক্তি করা সাংবিধানিক ও গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত।” বক্তারা বিজেপি নেতৃত্বের তীব্র নিন্দা জানিয়ে বলেন, তৃণমূল কংগ্রেস এমন অপমানের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে।
ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল বলেন, “আম্বেদকর জাতির গর্ব। তাঁর বিরুদ্ধে কটুক্তি দলিত সমাজ এবং জাতীয় ঐক্যে আঘাত। তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।”
এই মিছিল ও সভায় মানুষের বিপুল সমাগম কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ করে তোলে। তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ দেশের ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তাদের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।