জেলা 

দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে পোস্টার পড়লো হাড়োয়ায় ! এলাকায় চাঞ্চল্য

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দমকল মন্ত্রীর সুজিত বসুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বসিরহাট এলাকায় পোস্টারে ছেয়ে গেছে। জানা গেছে হাড়োয়া এলাকায় এই পোস্টার পড়েছে তাতে লেখা রয়েছে সৌজন্যে যুব তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, একদিন আগেই হাড়োয়ার এক তৃণমূল নেতা সুজিত বসুকে তীব্র আক্রমণ করেছিলেন। আর তারপরেই এমন পোস্টারকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে আসছে। এই নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী বিজেপি। যদিও এই পোস্টারকে বিজেপির ষড়যন্ত্র বলেই পালটা দাবি তৃণমূলের।

Advertisement

জানা গিয়েছে, পোস্টারে সুজিতের পাশাপাশি বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলা হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, ‘বসিরহাট সাংগঠনিক জেলা নেতাদের পদ পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলাবাজি করা হয়েছে। একাধিক ব্লক সভাপতিকে বসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।’ কোটি কোটি টাকার বিনিময়ে কেন ব্লক সভাপতিদের সরিয়ে দেওয়া হয়েছে? সেই অভিযোগ তুলে পোস্টারে সুজিত বসুকে জবাবদিহি করতে বলা হয়েছে।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা দমকল মন্ত্রী সুজিত বসু চলতি মাসের ১৯ ডিসেম্বর বসিরহাটের রবীন্দ্রভবনে দলীয় কর্মীসভায় হাড়োয়া ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদার সহ একাধিক ব্লক সভাপতি এই পদে আর থাকবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। রবিবার হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি খালেক মোল্লা এপ্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলে ছিলেন সুজিত বসুকে এক হাত নিয়েছিলেন। আর তার পরেই হাড়োয়ার বাসস্ট্যান্ডে ব্লক সভাপতি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পোস্টার পড়ল। পোস্টারে আরও লেখা হয়েছে, ‘জেলা সভাপতিকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে এই বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের ক্ষতি করছে।’

বসিরহাট তৃণমূলের আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত বলেন, ‘দমকলমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, এটা কাম্য নয়। দল তদন্ত করছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’ অন্যদিকে, বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, ‘তৃণমূল মানেই তোলাবাজ। ছোট তোলাবাজরা বড় তোলাবাজকে ভাগ দিচ্ছে না বলেই এই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকাশ্যে আসবে।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ