মালদার গাজোলে সাঈদ মিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটে অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় শিক্ষক কর্মশালা
বিশেষ প্রতিনিধি : মালদা জেলার গাজোল ব্লকে ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান সাঈদ মিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার আয়োজিত হল এক বিশেষ কর্মশালা।এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নিয়েছিলেন এদিনের এই কর্মশালায়। শিক্ষাদানের মান আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় কীভাবে এদিনের এই কর্মশালায় ছিল সেই বিষয়ে আলোচনা ও হাতে-কলমে বিজ্ঞানচর্চা। প্রকৃতি থেকে কী করে বিজ্ঞানের পাঠ নেওয়া যায় এবং সহজে খেলার ছলে গণিত বোঝা যায় কীভাবে– তা দেখান বরিষ্ঠ প্রশিক্ষকরা।
প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. কমল কৃষ্ণ দাস, সেখ আহাসান আলী, নায়ীমুল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক উত্তম রায়, সাব্বির হোসাইন প্রমুখ। এদিন প্রশিক্ষণ পর্বের পাশাপাশি আয়োজিত হয়েছিল বিজ্ঞানীর সঙ্গে বিশেষ এক আলাপচারিতার। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর সিনিয়র সায়েন্টিস্ট বর্তমানে এন আই টির অধ্যাপক ড. নুরুজ্জামানের উপস্থিতিতে সাড়া পড়ে গিয়েছিল এলাকায়। উপস্থিত হয়েছিল ছাত্র-ছাত্রীরাও। বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে বিজ্ঞানীর ছোটবেলার বিভিন্ন প্রতিবন্ধকতার রোমহর্ষক কাহিনি শুনে ছাত্র-ছাত্রীরা বিহ্বল হয়ে পড়ে।

স্কুল সম্পাদিকা মনিরা বেগম স্কুলের দীর্ঘ ৩০ বছরের ইতিহাসে এ দিনটিকে উজ্জ্বল এক ব্যতিক্রমী দিন হিসেবে ছাত্র-ছাত্রীদের কাছে বর্ণনা করেন। প্রশিক্ষণের এই কর্মশালায় অনুসন্ধান সোসাইটিকে সহযোগিতা দানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সাঈদ মিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের ডাইরেক্টর আবুল ফারহা।

