জেলা 

মাতলা নদী থেকে উদ্ধার ৬২ ঘন্টা পর সিভিক ভলেন্টিয়ারের দেহ! দূর্ঘটনা, না হত্যা? খতিয়ে দেখছে পুলিশ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনা কুলতলী ব্লকের গোপালগঞ্জের নবিপুকুর এলাকার  মাতলা নদী থেকে উদ্ধার হল সিভিক ভলেন্টিয়ারের দেহ।প্রীতম পানুয়ার নামে ওই সিভিকের দেহ মিলতেই চাঞ্চল্য গোপালগঞ্জের নবিপুকুর এলাকায়। খুন না দুর্ঘটনা, তা নিয়ে ধন্ধে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে তিনি গড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিকেলে কুলতুলি ব্লকের কৈখালি জেটিঘাটের পাশেই মাতলা নদীতে নৌকা থেকে পড়ে গিয়েছিল সুন্দরবনে পিকনিক করতে আসা পর্যটক প্রীতম পানুয়া। ওই দুর্ঘটনা ঘটার পর থেকে কুলতলি থানার পুলিশ এবং সিভিক ডিফেন্স তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ হওয়ার পর বিস্তর খোঁজাখুঁজির পর প্রায় ৬২ ঘণ্টা পেরিয়ে যেতে দেহ উদ্ধার হল।

Advertisement

প্রশ্ন উঠছে ১১ জন বন্ধু মিলে ঘুরতে এসে একজন এভাবে পড়ে তলিয়ে গেল কেমন করে?‌ পরিবারের দাবি প্রীতম এভাবে পড়ে যেতে পারে না। প্রসঙ্গত, দুর্ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে দেহ পাওয়া যায়।

কুলতুলি থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট এলে তবেই মৃত্যু আসল কারণ জানা যাবে। এছাড়াও ঘটনার দিন ঠিক কী হয়েছিল তা জানতে ঘুরতে আসা ১১ জনকে জিজ্ঞাসাবাদ করার কথাও ভাবছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ