শীতের প্রকোপে কাঁপছে বাংলার উত্তর থেকে দক্ষিণ, শনিবার মরশুমের শীতলতম দিন!
বাংলার জনরব ডেস্ক : শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে প্রত্যেকদিন তাপমাত্রা কমছে আর প্রতিদিনই মরশুমের শীতলা তম দিন হিসাবে চিহ্নিত হচ্ছে। আজ শনিবার ছিল এই মরশুমের মরশুমের শীতলতম দিন। গতকাল শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১২.৯ ডিগ্রি তা কমে শনিবার হয়েছে ১২.৮ ডিগ্রি। তাই শনিবার গত দুদিনের তাপমাত্রা কে কমিয়ে ছাপিয়ে গেল। এবং এই মরশুমের শীতলতম দিন হিসাবে চিহ্নিত হলো।
শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে। কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। শনিবার এবং রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরের সব জেলায়। দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত।

উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পর দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে।
গত কয়েক দিনে শীতের লড়াইয়ে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাকে টেক্কা দিয়েছে বীরভূমের শ্রীনিকেতন। এমনকি, উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ারের চেয়েও এখানে তাপমাত্রা নেমে গিয়েছিল। শনিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গে যা সর্বনিম্ন। এ ছাড়া, বাঁকুড়়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া এবং কল্যাণীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ১১.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১.২ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, সিউড়ি ও ঝাড়গ্রামে ১১ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ।
দার্জিলিঙে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে ৮ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং রায়গঞ্জের তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

