জেলা 

বিবেকানন্দ মিশন হাই স্কুল (উঃমাঃ)-এর দুদিন ব্যাপী রজত জয়ন্তী উৎসব

শেয়ার করুন

মানস কুমার দাসের প্রতিবেদন : গতকাল শনিবার (২১.১২.২০২৪) পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১ নম্বর ব্লকের অধীন মেচগ্ৰাম বিবেকানন্দ মিশন হাই স্কুল (উঃ মাঃ )-এর দুদিন ব্যাপী রজত জয়ন্তী উৎসব শুরু হল। প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদের সচিব অধ্যাপক ড.পার্থ কর্মকার। স্বাগত ভাষণ রাখেন এই বিদ্যালয়ের পরিচালন সমিতির স্থায়ী সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ডঃ. সৌমেন মহাপাত্র। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত সরকারের জাতীয় মুক্ত বিদ্যালয়ের পশ্চিমবঙ্গ ও আন্দামান আঞ্চলিক শাখার ডিরেক্টর চঞ্চল কুমার সিং।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলিয়া বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক ডঃ সৈয়দ নুরস সালাম, অধ্যাপক ডঃ অমরেন্দ্র মহাপাত্র.অধ্যাপক ডঃ অমিতাভ বাগচী, অধ্যাপিকা ডঃ রত্না বাগচী, বিদ্যালয় অধ্যক্ষ ডঃ হৃষিকেশ রায়‌, প্রাক্তন পৌরমাতা সুমনা মহাপাত্র প্রমুখ। এই উৎসবকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রসংগত ১৯৯৯ সালের ১লা এপ্রিল এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। বিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ হৃষিকেশ রায়‌ জানান, বিদ্যালয়ের প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক পযর্ন্ত ইংরেজি ও বাংলা মাধ্যমে পড়ানো হয়। বর্তমানে ইংরেজি ও বাংলা মাধ্যমে মোট ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ২২০০ ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ