২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের বড় পদক্ষেপ!
বিশেষ প্রতিনিধি : কলকাতা হাইকোর্ট এসএসসির যে ২৬০০০ শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠেছিল, এই মামলা। নথি দেখে দ্রুত মামলার নিষ্পত্তির দাবি জানান আবেদনকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে আদালত জানিয়ে দেয়, এই মামলায় অনেকগুলি দিক রয়েছে। তাই আরও শুনানির প্রয়োজন রয়েছে।
আদালত জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় এই মামলার শুনানি হবে।নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথক ভাবে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ।
সুপ্রিম কোর্টের নির্দেশেই সিবিআই চাকরিহারাদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু করে। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে ২৫ হাজারের বেশি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইপর্ব হয়ে গেছে। ব্যক্তিগতভাবে প্রার্থীদের সাক্ষাৎপর্ব ও তথ্য সংগ্রহের কাজও প্রায় শেষ করে এনেছেন সিবিআই আধিকারিকরা।
যোগ্যদের পরিবর্তে টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ পাইয়ে দেওয়ার পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ করার অভিযোগ উঠেছে এই মামলায়। ইতিমধ্যে নবম থেকে দ্বাদশের শিক্ষক ও গ্রুপ বি, সি-তে কতজনকে নিয়োগ করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আদালতে জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এখন দেখার পরবর্তী শুনানির দিন শীর্ষ আদালত কী নির্দেশ দেয়।