দেশ 

বাবরি মসজিদ মামলার পরবর্তী শুনানী হবে ১০ জানুয়ারি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাবরি মসজিদ মামলা শুনানী শুরু হওয়ার মাত্র ১ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল । কোনো সওয়াল-জবার  হল না । ১০ জানুয়ারি অযোধ্যা মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ।

উল্লেখ্য , ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে, অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদের এই ২.৭৭ একর বিতর্কিত জমিকে রাম লালা, সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখাড়ার মধ্যে সমান তিন ভাগে ভাগ করা হয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের ২০১০ সালের রায়কে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই সব মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল।

Advertisement

এর আগে অযোধ্যা মামলার দ্রুত শুনানির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যায় অখিল ভারত হিন্দু মহাসভা। গতবছর ১২ নভেম্বর সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কউলের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, রাম মন্দির ও বাবরি মসজিদ মামলার শুনানি আগেই জানুয়ারিতে নির্ধারিত করা হয়েছে। তার থেকে আর দ্রুত করা সম্ভব নয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 4 =