কলকাতা 

রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে সংসদে ওয়াকফ আইন সংশোধনী বিল আনা হয়েছে আনা হয়েছে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রের প্রস্তাবিত এই বিল নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যের বিধানসভায়। তিনি সাফ জানান, রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে এই বিল আনা হয়নি। তিনি বিলের ঘোর বিরোধিতা করেন।

মমতা বিধানসভায় বলেন, এই আইন কার্যকর হলে ওয়াকফ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন,’রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই কেন্দ্র এই বিল এনেছে। শুধু একটি নোটিফিকেশনের সময় আমদের আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনও আলোচনা হয়নি।’

Advertisement

সংবাদ সংস্থা এএনআই-র তথ্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন,’ বিল নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়নি। (আইনে রূপান্তরিত হলে) ওয়াকফ সম্পত্তি ধ্বংস হবে। বিশেষ একটা সম্প্রদায়ের বিরোধী বিল প্রস্তাব করা হচ্ছে কেন?’ দিদির সরাসরি অভিযোগ, এই ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সমস্যার সৃষ্টি করছে। তিনি বলছেন, যেহেতু রাজ্যও ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে,তাই এই বিষয়ে কেন্দ্রেরও উচিত ছিল রাজ্যের সঙ্গে বিস্তারিত আলোচনা করা। বিধানসভায় ওয়াকফ সংশোধন বিল নিয়ে সোম ও মঙ্গলবার আলোচনা হতে চলেছে। তার আগে মমতা এই ইস্যুতে তাঁর অবস্থান স্পষ্ট করেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ