চিটফান্ড কাণ্ডের তদন্তে কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি
বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা কলকাতার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। চিটফান্ড ের তদন্তে এই তৎপরতা বলে জানা গেছে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এক অর্থলগ্নি সংস্থার মালিকের নিউ আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তল্লাশি চলছে জোকার একটি ঠিকানাতেও।
ইডি সূত্রে খবর, ওই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। চিটফান্ড মামলায় ওই সংস্থার মালিক এবং তাঁর পুত্রকে ২০১৭ সালের ১৫ মার্চ গ্রেফতার করেছিল সিবিআই। ফের ওই দু’জনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সূত্রেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।