দেশ 

হেমন্ত ও কল্পনা সোরেনের প্রতি আস্থা রাখল ঝাড়খন্ডবাসি, বিজেপির সাম্প্রদায়িক প্রচার মুখ থুবড়ে পড়লো

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ঝাড়খন্ড বিধানসভার নির্বাচনে একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো কংগ্রেস জোট। ঝাড়খন্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের জোট একাশি আসনের বিধানসভা নির্বাচনে প্রায় পঞ্চাশটিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় বসতে চলেছে।

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার ফলে বাংলা বিহার বিজেপির কাছ থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে বলে রাজনৈতিক মহল মনে করছে। আগামী বছর বিহার রাজ্যে ভোট। ওই রাজ্যের ভোটে বিজেপি কতটা প্রভাব ফেলতে পারবে তা ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনেরও ফলে প্রভাবিত হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। মহারাষ্ট্রে মুখ থুবড়ে পড়ার কারণ হিসাবে অনেকেই মনে করছে এখানে বিজেপি দল এবং তার সঙ্গীরা সুকৌশলে টাকা পয়সা দিয়ে ভোটারদের মনকে কেনার চেষ্টা করেছে, টাকা পয়সার দৌলতেই ভোট অনেকটাই পরিবর্তন হয়েছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে।

Advertisement

মহারাষ্ট্রের জমিনী হাকিকত বলছে যেখানকার সাধারণ নাগরিকরা বিজেপির শাসনে ভালো নেই। তারপরেও যেভাবে মহারাষ্ট্রে বিজেপি এককভাবে ১৩০ টার মতো আসন পেয়েছে তা নিঃসন্দেহে তাৎপর্য পূর্ণ। কংগ্রেস কেন ওখানে নিজেদের আগের অস্তিত্ব ও টিকিয়ে রাখতে পারল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে যদিও এলাকার মানুষের সমর্থন কংগ্রেসের সঙ্গে ছিল বলে রাজনৈতিক মহল মনে করছে। হঠাৎ করে যেভাবে ভোটের শতাংশ বৃদ্ধি পেয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোট ের ট্রেন্ট লক্ষ্য করলে দেখা যাবে যেসব রাজ্যে বিজেপি বা তার শরীক দলেরা ক্ষমতায় আছে সেই সব রাজ্যের বিধানসভা নির্বাচন হলে সেখানে বিরোধীদের জেতা কঠিন হয়ে যায় আর যদি ঝাড়খন্ডে বিজেপি কিংবা তার শরীকদলের কেউ ক্ষমতায় থাকতো তাহলে হয়তো এই ফল ঝাড়খন্ড থেকে আশা করা যেত না। সব মিলিয়ে বলা যেতে পারে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি নিরপেক্ষ নয় এবং স্বচ্ছ নয়। এবার নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছতার দাবিতে দেশের মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে এবং সেই কাজে অবশ্যই কংগ্রেসকে এগিয়ে আসতে হবে রাহুল গান্ধী যেভাবে দেশ জুড়ে পদযাত্রা করেছিল ভারত জোড়যাত্রা করেছিল ঠিক সেই রকম ভাবেই রাহুল গান থেকে আবারও নির্বাচন সুরক্ষিত করতে হবে এই দাবিতে রাস্তায় নামতে হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ