দেশ 

ভোটে কারচুপি হচ্ছে এই অভিযোগে এডিএমকে চড় নির্দল প্রার্থীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজস্থানের দেওলি-উনিয়ারা বিধানসভা কেন্দ্রের ভোটকেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে অতিরিক্ত জেলাশাসককে সপাটে চড় মারলেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা ওই কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ মীনা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর হইচইও পড়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দেওলি-উনিয়ারা বিধানসভা কেন্দ্রের একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক অমিত চৌধুরি। নির্বাচনী বিধি পর্যবেক্ষণের দায়িত্বে ছিল তাঁর উপর। হঠাৎই ওই কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ দৌড়ে এসে চড়াও হন অমিতের উপর। সপাটে চড় মারেন তাঁকে। এই নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর পর পুলিশ এসে নরেশকে বাধা দেয়। তাঁকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

এই ঘটনার জেরে ইতিমধ্যেই হইচই পড়েছে রাজস্থানে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, দেওলি-উনিয়ারা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নরেশের পরিবর্তে কস্তুরচাঁদ মীনাকে প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। এর পরেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন নরেশ। এর পরেই তাঁকে বরখাস্ত করেছিল কংগ্রেস। উল্লেখ্য, চড়কাণ্ডের পর নরেশকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ