দেশ 

হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসককে ছুরি দিয়ে কোপ! চেন্নাইয়ের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ক্যানসার আক্রান্ত মাকে ভুল ওষুধ দিয়েছেন চিকিৎসক! এই অভিযোগে সেই চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ওই রোগিণীর পুত্র। চেন্নাইয়ের হাসপাতালে ওই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

বুধবার সকালে চেন্নাইয়ের কলাইনার সেন্টেনারি হাসপাতালের ওপিডি বিভাগে ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত চিকিৎসক নিজে হৃদ্‌রোগী। তাঁকে বুকে পেসমেকার বসানো রয়েছে। তাঁর কপালে ও কানেও ছুরি দিয়েছে কোপ দেওয়া হয়েছে। আপাতত আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে চিকিৎসককে। হাসপাতালের ডিরেক্টর এল পার্থসারথি বলেন, ‘‘ওই চিকিৎসকের শরীরের নানা জায়গায় আঘাত লেগেছে। সব কিছু ভাল করে পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক।’’ অন্য দিকে, ওই চিকিৎসকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম। যদিও গোটা ঘটনায় হাসপাতালের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ মানতে চাননি তিনি।

Advertisement

চিকিৎসকের উপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘চিকিৎসকেরা যে পরিষেবা দেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওঁদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা হবে।’’

হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্ত যুবকের মা গত মে মাস থেকে হাসপাতালে ভর্তি। তিনি ক্যানসারে আক্রান্ত। তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়েছে শুনে বুধবার তিন বন্ধুকে নিয়ে হাসপাতালে যান ওই যুবক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রিসেপশন থেকে একটি স্লিপ নিয়ে মায়ের চিকিৎসকের সঙ্গে দেখা করতে তাঁর ঘরে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানে ওই চিকিৎসকের উপর হামলা চালান অভিযুক্ত যুবক। ওই ঘটনার পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু হাসপাতালের কর্মীরা তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ