দেশ 

বিজেপি শাসিত ছত্তিশগড়ে নজিরবিহীন দুষ্কৃতীরাজ! এক পুলিশের গায়ে গরম তেল ঢেলে, অন্য পুলিশ আধিকারিকের স্ত্রী কন্যাকে খুন! রাজ্যজুড়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ জনতা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত ছত্তিশগড়ে দুর্গা পুজোর বিসর্জন কে কেন্দ্র করে পুলিশের গায়ে গরম তেল ঢেলে দেয়ার অভিযোগ উঠে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। কুলদীপ শাহু নামে ওই দুষ্কৃতীকে পুলিশ ধরতে গিয়ে গেলে পুলিশকে গুলি চালিয়ে পালিয়ে গিয়ে ওই পুলিশ অফিসারের স্ত্রী ও কন্যাকে হত্যা করে ওই দু দুষ্কৃতী। বিজেপি শাসিত রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নজিরবিহীন অবনতি। সমাজের রক্ষাকর্তা পুলিশেরই পরিবারের স্ত্রী ও কন্যাকে গুলি করে খুন করছে দুষ্কৃতীরা যে এক কথায় সংবিধানের শাসন সব রকম ভাবে ছত্তিশগরের শেষ হয়ে গেছে। অভিযুক্ত পলাতক। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। দুর্গাপুজোর বিসর্জনে কিছু সমস্যা হওয়ায় স্থানীয় কুলদীপ শাহু নামের এক ব্যক্তি কর্তব্যরত পুলিশ আধিকারিকের গায়ে গরম তেল ঢেলে দেয়।

এদিকে কুলদীপ শাহুকে ধরে ফেলে তালিব শেখ নামের এক পুলিশ আধিকারিক। কিন্তু গ্রেফতারের সময় গুলি চালিয়ে এলাকা থেকে পালায় কুলদীপ। তারপরই তালিব শেখের ওপর বদলা নিতে তাঁর বাড়িতে গিয়ে স্ত্রী ও মেয়েকে খুন করে।

Advertisement

ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং শুরু হয় বিক্ষোভ দেখানো। ঘটনার প্রতিবাদে বনধও ডাকা হয়। সঙ্গে কুলদীপের বাড়ি ও ওয়্যারহাউজের সামনে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। পরে এলাকায় আসেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। কিন্তু তাঁকেও এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয়।

আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তাঁর উপর আক্রমণও হয় বলে অভিযোগ। তাঁকে তড়িঘড়ি এলাকা থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ আধিকারিকরা।

জানা গেছে, গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়। কুলদীপের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।

এনিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, ‘ছত্তিশগড়ে এটা কী হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোনও আইন শৃঙ্খলাই নেই। যে রাজ্য একসময় এত শান্ত ছিল, সেখানে এমন অবস্থা আজ। মানুষ আইনকানুনের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ