প্রকাশিত হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর পুস্তক শিক্ষক থেকে মুখ্যমন্ত্রী, এক অনন্য যাত্রা, বুদ্ধদেব ভট্টাচাৰ্য
বংশীবাদন চট্টোপাধ্যায় : আজ ৩রা অক্টোবর ২০২৪ সঞ্চয়ন প্রকাশনীর উদ্যোগে এক গুচ্ছ বই প্রকাশিত হল কলকাতা কলেজ স্ট্রিট এর মহাবোধি সোসাইটি হলে। উল্লেখযোগ্য বই গুলোর মধ্যে শিক্ষক থেকে মুখ্যমন্ত্রী, এক অনন্য যাত্রা, বুদ্ধদেব ভট্টাচাৰ্য । এটি সম্পাদনা করেছেন দিব্যগোপাল ঘটক ও ড :বিশ্বজিৎ মন্ডল। একই অনুষ্ঠানে আরো দুটি বই প্রকাশিত হয় যার একটি হল বাংলার মিল্টন মাইকেল মধুসূদন – সম্পাদনা – রতন চন্দ্র গুড়িয়া এবং অপর বইটি হল একটি উপন্যাস আলেয়া, লেখক -দিপ্তেন্দু সরকার।
এদিন মঞ্চে উপস্থিত অতিথি ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সি পি আই এম পলিটবুরো সদস্য ডাঃ সূর্যকান্ত মিশ্র, পলিটবুরো সদস্য নিরঞ্জন সিহি, অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়, প্রাক্তন উপ শিক্ষা অধিকর্তা দিব্য গোপাল ঘটক, সাংবাদিক দীপঙ্কর চট্টোপাধ্যায়, লেখক দিপ্তেন্দু সরকার, রতন চন্দ্র গুড়িয়া ও ড :বিশ্বজিৎ মন্ডল। প্রকাশন সমিতির পক্ষে স্বপন কুমার ঘোষ, সুরেশ দাস, অসীম পাইন প্রমুখ ব্যক্তিত্ব।
মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর নামাঙ্কিত বইটির মোড়ক উন্মোচন করেন ডাঃ সূর্যকান্ত মিশ্র। বুদ্ধদেব বাবুর কর্মজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণা করেন ডাঃ সূর্যকান্ত মিশ্র, নিরঞ্জন সিহি, অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়, সাংবাদিক দীপঙ্কর চট্টোপাধ্যায় ও দিব্যগোপাল ঘটক।
অন্যান্য বই গুলো প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তাগণ।ভিড়ে ঠাসা মহাবধি সোসাইটি হল ঘরে এদিনের এই সভা এক অন্য মাত্রায় পৌঁছে যায়। লেখক, সাংবাদিক, বই ভালোবাসা পাঠক সবাই এই অনুষ্ঠান শেষ পর্যন্ত উপভোগ করেন। অনুষ্ঠানে আগমনী সঙ্গীত পরিবেশন করেন জয়শ্রী পাল।