পশ্চিমবঙ্গ জুড়ে জিডি স্টাডি সার্কেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো
সারা পশ্চিমবঙ্গ জুড়ে জিডি স্টাডি সার্কেলের অধীনে2025 শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত admission টেস্ট অনুষ্ঠিত হলো। বাংলার চেনা মুখ আল আমিন মিল্লী মিশনের পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করছেন কলকাতার নামকরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অধ্যাপক মোঃ সাদ রহমান এবং বাংলা জনরবের সম্পাদক এবং সাতঘরা হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ ইবাদুল ইসলাম সঙ্গে আছেন আল আমিন মিললে মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব আরো আছেন মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার আরো অন্যান্য ব্যক্তিগণ।
মিশনের চৌহদ্দি মসজিদ মাঠ মাদ্রাসা কিচেন খাবার ঘর দেখার পর আগত দুই পরিদর্শক অত্যন্ত খুশি হলেন। মসজিদে জোহরের নামাজের পর দুই অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ইমাম সাহেব সমগ্র মানবকল্যাণের জন্য দোয়া করেন। পরীক্ষা কেন্দ্রের একাংশ সংযুক্ত করা হলো।