জেলা 

ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স এসোসিয়েশনের পাঁচলা শাখার উদ্যোগে শিক্ষকদের সংবর্ধনা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স এসোসিয়েশনের পাঁচলা শাখার উদ্যোগে আজ মহান শিক্ষক দিবস কে স্মরণ করে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে । রানীহাটি সংলগ্ন স্থানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলা বিধান সভা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক সাহেব, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুর কেন্দ্রের বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ ,হাওড়া জেলা প্রাথমিক কাউন্সিলের সভাপতি শ্রী কৃষ্ণ ঘোষ ,হাওড়া জেলা পরিষদের শিক্ষার কর্মদক্ষ শ্রীমতি পাঁজা, পাঁচলা আজীম মোয়াজ্জাম উচ্চ বিদ্যালযের সহ প্রধান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক এস এম শামসুদ্দিন ,ও আরও বিশিষ্ট ব্যক্তিত্ব গণ । আজকের অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পাঁচলা ব্লকের বহু শিক্ষকদের স্মারক দিয়ে শিক্ষকদের সম্মাননা দেওয়া হয় ।

সভায় বক্তব্য রাখেন জনাব গুলশান মল্লিক ,শ্রী কল্যাণ ঘোষ ও ডি পি এস এসির চেয়ারম্যান শ্রী কৃষ্ণ ঘোষ মহাশয় ,এদিন জনাব গুলশান মল্লিক বলেন আমরা শিক্ষকদের পাশে চিলকম আছি এবং থাকব ।মনে রাখতে হবে শিক্ষকরা সমাজের মেরুদন্ড ,এক শ্রেণীর মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। এদের সম্পর্কে সাবধান থাকতে হবে এবং শিক্ষকদের।এগিয়ে এসে বিশৃঙ্খলা রুখতে হাতে হাত মেলাতে হবে ।

Advertisement

শ্রী কল্যাণ ঘোষ বলেন আমাদের নেত্রী দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে এবং আমাদের সেনাপতি এর বিরুদ্ধে শাস্তি দাবি করেচেন ।তবুও একটা শ্রেণী এই বেদনাদায়ক মৃত্যু নিয়ে রাজনীতি করছে । সুস্থ সমাজ গঠনে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।তিনি সমস্ত শিক্ষকদের বিশৃঙ্খলার সৃষ্টি কারীদের বিরুদ্ধে এগিয়ে আসতে আহবান জানান।

শ্রী কৃষ্ণ ঘোষ ডি পি এস সি র চেয়ারম্যান বলেন আমরা জেলায় বহু প্রধান শিক্ষক নিয়ো করেছি । এবং এই মাসের শেষে সমস্ত প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা করব মতিন8 ব্লকের সমস্ত শিক্ষকদের মান পত্র ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করেন ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ