জেলা 

গঙ্গাসাগর মেলাকে আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করছে কেন্দ্র অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেয়ার করুন
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  কেন্দ্রীয় সরকার প্রয়াগ ও এলাহাবাদের কুম্ভ মেলার জন্য অর্থ বরাদ্দ করলেও গঙ্গাসাগর মেলার জন্য এক পয়সা অনুদান না দিয়ে তাকে বঞ্চিত করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন।গঙ্গাসাগরে আজ এক সরকারি জনসভায় তিনি বলেন গুরুত্বের দিক থেকে গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার থেকে থেকে ধারে ও ভারে কোন অংশে কম নয়। বরং স্থলপথ ও রেল যোগাযোগ না থাকায় নদী পথে পাড়ি দিয়ে সারাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ পূণ্য স্নান করতে এখানে জড়ো হয়।এই বিরাট কর্মযজ্ঞ সম্পূর্ণ করতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোন সাহায্য মিলছে না বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন।

এমনকি রাজ্য সরকার মুড়ি গঙ্গা নদীর ওপর একটি লোহার সেতু তৈরী করার বদলে তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরের ৭৪% অংশীদারি কেন্দ্রকে দেওয়ার অঙ্গীকার করলেও দীর্ঘদিন ধরে এই প্রকল্প ফেলে রাখা হয়েছে বলে তার অভিযোগ।

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। কেন্দ্রের কাজ রাজ্যকে সহায়তা করা কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে বঞ্চিত করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে। তিনি আরো অভিযোগ করেন ১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের আড়াই হাজার কোটি টাকা বকেয়া রাখা হয়েছে ।সে কারণে রাজ্যে ওই প্রকল্পে কর্মীরা দুমাস ধরে নিজেদের প্রাপ্য মজুরি পাননি। কেন্দ্রীয় সরকার নিজেদের অংশ না দিলে রাজ্য সরকারি ওই প্রকল্পের বকেয়া মজুরি মিটিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রীর সভায় জানান।

অন্যদিকে সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি প্রসঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করে তিনি বলেন,দেশজুড়ে শুধু ভাঙার খেলা চলছে। বিজেপির প্রস্তাবিত রথযাত্রা কে দাঙ্গা যাত্রা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে তিনি ভোগী আদিত্যনাথ বলে কটাক্ষ করেছেন।

 

 

 

 


শেয়ার করুন
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + one =