জেলা 

‘আমরা রথযাত্রা বের করি মানুষকে হত্যার জন্য নয় ; ওরা মানুষ খুন করার জন্য রথযাত্রা বের করে ‘ নাম না করে বিজেপিকে তোপ মমতার

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরের শুক্রবার ছিল শেষদিন। এদিন তিনি গঙ্গাসাগরে সুন্দরবন গোল্ড কাপের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন।।  এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপি -কে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কোনো সাহায্য না করে কেন্দ্রীয় সরকার রাজ্যে আগুন লাগাচ্ছে বলে অভিযোগ করেন। বিজেপির প্রস্তাবিত রথযাত্রাকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন,” ইসকন রথযাত্রা বের করে। তারা জগন্নাথের রথযাত্রা বের করে। তারা মানুষকে হত্যার জন্য যাত্রা বের করে না। যারা মানুষ খুন করার জন্য যাত্রা বের করে তারা অশান্তিতে প্রশ্রয় দেয়। মানুষ মারার জন্য রথযাত্রা হয় না। ওটা অশান্তি যাত্রা হয়। আমাদের ভগবান শ্রী কৃষ্ণ ও ভগবান জগন্নাথের যাত্রা বের হয়। আমরা তাতে অংশ নিই।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমন করে বলেন, “কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে রাজ্যকে সাহায্য করা। রাজ্যে এসে আগুন লাগানো কেন্দ্রীয় সরকারের কাজ নয়। মানুষের টাকা আটকে দেওয়া ওদের কাজ নয়। ওদের কাছে দুটো বা তিনটে কাজ। বাকি কাজ রাজ্য করবে। আইনশৃঙ্খলা, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষিসহ অন্য সবকিছু রাজ্য করবে, আমরা করব। সব রাজ্য করবে আর তুমি দালালি করবে। নোটবাতিল করে সব নোট কেড়ে নিল। নির্বাচন এলে বলবে নোটের বদলে ভোট চাই। কোরান, বাইবেল, গীতা কবে তৈরি হয়েছে।

Advertisement

আর ওরা আজকের যোগী সব। যোগী না ভোগী। হঠাৎ করে বলছে শোনো এটা করতে হবে। তোমাকে ওই ঠাকুরের পুজো করতে হবে। তুমি কে ভাই। আমি কোন ঠাকুরের পুজো করব তা আমি ভালো বুঝব। আমরা সব ধর্মকে ভালোবাসি।”

এদিনের অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা তুলে দেন।

 


শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × two =