কলকাতা 

রাজ্যের তিনটি লোকসভা আসন ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করলো কংগ্রেস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের আরও তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলো জাতীয় কংগ্রেস। আজ রবিবার রাজ্যের বনগাঁ উলুবেড়িয়া এবং ঘাটালের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজ্যের যে দুটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী দেবে কংগ্রেস।

বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ বিশ্বাস, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আজহার মল্লিক এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী হয়েছেন ড. পাপিয়া চক্রবর্তী। ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অঞ্জু বেগম।

Advertisement

তৃণমূল কংগ্রেস একবারে বাংলার ৪২ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছিল ব্রিগেডের মঞ্চ থেকেই। কিন্তু অন্য কোনও দলই এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। বাংলায় ইন্ডিয়া জোট যে হচ্ছে না তার ইঙ্গিত অনেক আগে থেকেই পাওয়া গেছিল। তৃণমূল স্পষ্ট করে দিয়েছিল যে তাঁরা জোটের বাইরে। বাম-আইএসএফ জোট নিয়ে যে চর্চা চলছিল তারও অবসান ঘটেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ