সন্দেশখালির শাহজাহানের ঘনিষ্ঠ তিন অনুগামীকে গ্রেফতার করলো সিবিআই
বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হন। এই হামলার সঙ্গে যুক্ত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করলো সিবিআই সোমবার সন্ধ্যায়।ধৃতদের মধ্যে রয়েছেন শাহজাহান শেখ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াসুদ্দিন মোল্লা। তিনি সরবেড়িয়া-আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি নামে শাহজাহানের আরও দুই শাগরেদকে।
সোমবার নোটিস দিয়ে জিয়াসুদ্দিন, দিদারবক্স এবং ফারুককে ডেকে পাঠানো হয়। কলকাতার নিজ়াম প্যালেসে। সেখানে দীর্ঘ ক্ষণ তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে। জিয়াসুদ্দিনের আইনজীবী জানান, সন্ধ্যা ৬টায় তিনি সিবিআইয়ের কাছে খবর পান যে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে।
গত ৫ জানুয়ারি রেশন মামলার তদন্তে গিয়ে শাহজাহানের ‘অনুগামীদের’ হাতে প্রহৃত হন ইডির পাঁচ আধকারিক। মার খেয়ে তিন আধিকারিককে হাসপাতালেও ভর্তি হতে হয়। ইডি অভিযোগ করে, শুধু মারধরই নয়, তাঁদের আধিকারিকদের কাছে থাকা মোবাইল, ল্যাপটপ এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়েছে।
কলকাতা হাই কোর্টের নির্দেশে ইডির উপর হামলার অভিযোগের তদন্ত করছে সিবিআই। তদন্তে নেমে সোমবার প্রথম বার তাঁরা শাহজাহানের ঘনিষ্ঠ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন কলকাতার সিবিআই দফতরে। ঘণ্টা ছয়েক জিজ্ঞাসাবাদ করা হয় গিয়াসুদ্দিন, দিদারবক্সদের। তার পর তাঁদের গ্রেফতার করা হয়েছে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।