দেশ 

নরেন্দ্র মোদির প্রশংসা করলে স্বামীকে রাতের খাবার দেবেন না মহিলাদের প্রতি এই আহ্বান জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদির প্রশংসা করলে স্বামীকে রাতের বেলা খাবার দেবেন না মহিলাদের কাছে এই আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের এই বিতর্কিত মন্তব্য কে ঘিরে জুড়ে শোরগোল পড়েছে। দিল্লির টাউন হলে আয়োজিত মহিলাদের জন্য নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার উদ্বোধন করতে গিয়ে এই বেফাস মন্তব্যটি করেন দিল্লির মুখ্যমন্ত্রী

সম্প্রতি বাজেট পেশ করে দিল্লির আপ সরকার জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’-র অধীনে প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন ১৮ বছর বা তার বেশি বয়সের মহিলারা। এই প্রকল্পের সম্ভাব্য সুবিধোভোগীদের নিয়ে শনিবার দিল্লির টাউন হলে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে যোগ দিয়েই মহিলাদের ওই ‘পরামর্শ’ দেন কেজরীওয়াল।

Advertisement

‘মহিলা সম্মান সমারোহ’ নামের ওই কর্মসূচিতে কেজরীওয়াল বলেন, “অনেক পুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনি দেন।” তার পরই উপস্থিত মহিলাদের উদ্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “যদি আপনার স্বামী মোদীর নামে জয়ধ্বনি দেন, তা হলে বলে দিন যে রাতের খাবার দেবেন না।” এর পাশাপাশি কেজরীওয়াল আপকে ভোট দেওয়ার জন্য মহিলাদের শপথ নিতে বলেন।

নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরে এবং বিজেপির উদ্দেশে আক্রমণ শানিয়ে কেজরীওয়াল বলেন, “তাদের (বিজেপি) বলে দিন, আমি বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছি, বিনামূল্যে বাস পরিষেবা দিয়েছি আর এখন আমি মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দিচ্ছি।” তার পরেই মহিলাদের উদ্দেশে কেজরীওয়াল বলেন, “বিজেপি কী করেছে আপনাদের জন্য? কেন তবে বিজেপিকে ভোট দেবেন? এ বার কেজরীওয়ালকে ভোট দিন।” নিজেকে মহিলাদের ‘ভাই’ বলে দাবি করে আপ প্রধানের সংযোজন, “কেবল কেজরীওয়ালই মহিলাদের পাশে দাঁড়িয়েছে।”

মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা কার্যকরী করে দিল্লির মহিলাদের ভোট নিজের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মতো রাজধানীর শহরে মহিলা ভোটারদের ভোট নিশ্চিত করতে পারলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে বেগ দেওয়া খুব সহজ হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ