দেশ 

লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে শনিবার সকাল থেকে ইডি হানা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ৯ মার্চ শনিবার সকাল থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি সুভাষ যাদবের বাড়িতে ইডি হানা। সুভাষ যাদব ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা, ২০১৯ এর লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন।

তাঁর বিরুদ্ধে অবৈধ বালিখাদান চালানো এবং আর্থিক তছরুপের একাধিক অভিযোগ উঠেছে। সেই মামলায় সুভাষের পটনার বাসভবন-সহ মোট ছয় জায়গায় এবং দানাপুরের আরও দু’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। শুধু এই সুভাষের বাড়িই নয়, বিহারের মোট বারো জায়গাতেও তল্লাশি চলছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

Advertisement

সুভাষের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল বিহার পুলিশ। সেই মামলারই তদন্ত করছে ইডি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডের চাতরা থেকে প্রার্থী হয়েছিলেন সুভাষ। তবে নির্বাচনে জিততে পারেননি। এ বছর পটনার গান্ধী ময়দানেও ‘মহাগঠবন্ধন’-এর ‘জন বিশ্বাস র‌্যালি’তেও সুভাষকে দেখা গিয়েছে। ভোটের আগে লালুঘনিষ্ঠ নেতার বাড়িতে ইডি অভিযান ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে।

শুধু ইডিই নয়, এর আগেও আয়কর দফতর তল্লাশি চালিয়েছিল লালুঘনিষ্ঠ এই নেতার বাড়িতে। ২০১৮ সালে আয়কর দফতরের আধিকারিকরা পটনা, দিল্লি এবং ধানবাদেও তল্লাশি চালান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ