মুকুল রায়ের পর এবার ইডির নজরে দেব ও মহুয়া মৈত্র ! নেপথ্যে আসল রহস্য?
বিশেষ প্রতিনিধি : ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন না বলে ঘোষণা করেছিলেন দীপক অধিকারী ওরফে দেব। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠকের পর দেবের অভিমান কেটে যায় তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে রাজি হন। আর তৃণমূল দল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে রাজি হওয়ার পরেই ইডি ডেকে পাঠালো দিল্লিতে এই অভিনেতাকে। আগামী বুধবার এই নেতাকে তলব করা হয়েছে।
এর আগে মুকুল রায়কে তলব করেছে ইডি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক মুকুল রায় কে অ্যালকেমিস্ট মামলায় তলব করা হয়েছে বলে জানা গেছে। মুকুল রায় কে শুক্রবার তলব করা হয়েছে, আর সোমবার তলব করা হয়েছে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি যাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। জানা গিয়েছে, সংসদে প্রশ্ন বিতর্কেই বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে বহিষ্কৃত তৃণমূল সাংসদের বিরুদ্ধে।
সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী দল তৃণমূল কংগ্রেসের ৩ হেভি ওয়েট নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি করল ইডি। মুকুল রায় যদিও খাতায়-কলমে এখনো বিজেপির বিধায়ক তা সত্ত্বেও তিনি তৃণমূল পন্থী বলেই পরিচিত।