তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের ময়দানে না পেরে,বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্রীয় সরকার : এ কে এম ফারহাদ
বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের বাকেয়া টাকা ও আবাস যোজনার বকেয়া টাকা এবং মহাত্মা গান্ধী গ্রাম সড়ক যোজনা-র বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার কোনায় কোনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার উঃ ২৪ পরগনা জেলার বারাসাত ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ ও বিধায়ক নূরুল ইসলাম এর ডাকে আন্দুলিয়া গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটি (পার্ট নং-৮২/৮৩) এর প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেয় জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, ছিলেন কীত্তিপুর -১ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান আলী, অঞ্চলের প্রধান তৃষ্ণা পাত্র,অন্যতম নেতৃত্ব এসরাইল আলি,রউপ, সহিদুল, আজগার প্রমুখ।