আরব দুনিয়ায় আমেরিকা কার্যত বয়কটের মুখে !
বুলবুল চৌধুরি : গতকাল বুধবার ইসরাইলের হামলায় গাজায় অবস্থিত এক হাসপাতালে ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হওয়ার পর হামাস বনাম ইসরাইলের লড়াই এখন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । বুধবারই ইসরাইল সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । কিন্ত গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলা চালানোর পর সেখানে শত শত মানুষের মৃত্যু খবর আসার পরেই মুসলিম দুনিয়া শোকাহত হয়ে পড়ে । একই সঙ্গে জো বাইডেন এই হামলা নিয়ে যে ভূমিকা নিয়েছেন তাতে মোটেই সন্তুষ্ট নয় আরব দুনিয়া । তাই ইসরাইল সফরের পরেই জো বাইডেনের যাওয়ার কথা ছিল জর্ডন। কিন্ত জর্ডনের রাজা এই মুহুর্তে কোনো আলোচনায় বসতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন , ফলে বাতিল হয়ে যায় মার্কিন প্রেসিডেন্টের জর্ডন সফর । এই সফরে তিনি আরব দুনিয়ার চার প্রথম সারির নেতার সঙ্গে বৈঠক করার কথা ছিল । এই এলাকায় শান্তি ফেরানোর জন্য বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল ।
কিন্ত জো বাইডেনের নিরপেক্ষতা এবং দূরদর্শিতার অভাবে বৈঠক বানচাল হয়ে গেল। আর এর ফলে আমেরিকার কূটনৈতিক অবস্থান যে পুরোপুরি ব্যর্থ তা দিনের আলোর মতোই পরিস্কার হয়ে গেছে । এমনকি জার্মান চ্যান্সেলারের মিশর সফরও সফল হয়নি । জার্মান চ্যান্সেলরের সামনেই মিশরের প্রধানমন্ত্রী ইসরাইল সমালোচনা করেছেন একই সঙ্গে হাসপাতালে হামলারও তীব্র নিন্দা করেছেন । এই পরিস্থিতিতে কোনো শান্তি আলোচনা সম্ভব নয় বলেও তিনি জানিয়ে দিয়েছেন ।
এর ফলে আরব দুনিয়া ক্রমশ আমেরিকার হাত থেকে বেরিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না । আর একবার আমেরিকার কর্তৃত্ব কমে গেলে সেই জায়গা যে দ্রুত চিন এবং রাশিয়া দখল করে নেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।