জেলা 

হুগলীর চেড়াগ্রামে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, হুগলী :আজ অর্থাৎ মঙ্গলবার হুগলী জেলার চেড়াগ্রামে পাশে আছি সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো এক বিশাল বস্ত্র বিতরণ অনুষ্ঠান, মূলত পুজোতে ২০০ এর অধিক বাচ্ছাদের এবং বয়স্কদের মুখে হাসি ফোটাতেই এই ক্ষুদ্র প্রয়াস বলে জানা যায় সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের অধিকাংশ সাংগঠনিক সদস্য সহ সকল সাধারণ সদস্যরাও।

সংগঠনের সম্পাদক সাহিল মল্লিক জানান, এই সংগঠন শুধু বস্ত্র বিতরণই নয়, স্বাস্থ্য, শিক্ষা, এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও এলাকায় বিভিন্ন রকম কাজ করে চলেছে বিগত কয়েক বছর ধরে। দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী, বস্ত্র, এবং ঔষধ দেওয়া থেকে শুরু করে প্রতিবন্ধীদের সাইকেল, ব্লাইন্ড স্টিক, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে রক্তের গ্রূপ নির্ণয়, বিনামূল্যে ইসিজি, বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন এর সর্বাঙ্গীন সাহায্যে যুক্ত থাকে এই সংগঠন।

Advertisement

আজ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নতুন পোশাক পেয়ে ছোটরা যেমন আনন্দিত ঠিক তেমনি বৃদ্ধ বৃদ্ধাদের মুখেও হাসি ফোটতে দেখা যায়, উৎসবের প্রাক মুহূর্তে এই এই উপহার পেয়ে তারা খুব আনন্দিত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ