জেলা 

উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শেষ হল হুগলির রাজহাটি বন্দর হাইস্কুলে চার দিনের আনন্দমেলা ও বইমেলা

শেয়ার করুন

নায়ীমুল হক : উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হল চারদিন ব্যাপী আনন্দ মেলা ও বইমেলার।হুগলির খানাকুলের স্বনাম ধন্য বিদ্যালয় রাজহাটি বন্দর হাইস্কুলের উদ্যোগে এডুকেশন ফোরাম ও অক্ষর প্রকাশনীর উদ্যোগে সফলভাবে আয়োজিত হল বইমেলার।

১৫/১০/২০২৩ থেকে ১৮/১০/২০২৩ এই চারদিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডি আই জি,সুলেখক শ্রী সুখেন্দু হীরা, উপস্থিত ছিলেন শ্রী শঙ্খ বন্দ্যোপাধ্যায়, বি ডি ও, খানাকুল -২,বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শ্রী দেবাশীষ শেঠ, বিশিষ্ট কবি শ্রী সুনীল চক্রবর্তী, শ্রী বিভাংশু দত্ত, শিক্ষাবিদ সেখ হাসান ইমাম,এস আই স্কুলস খানাকুল দক্ষিন চক্র,শ্রীমতী সহেলী মান্না প্রমুখ।বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রকমারী খাবারের স্টল,হ্যান্ডিক্রাফটস এর স্টল এবং জমজমাট আলোচনা সভা – “বই পড়ো জীবন গড়ো ” এবং প্রতিদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল আনন্দমেলা ও বইমেলার। বিবেকানন্দ বহুমুখী শিক্ষাংগন,ও নিগমানন্দ শিশুপাঠ মন্দিরের কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, খানাকুল কালচারাল ফোরাম এর সাসংস্কৃতিক সন্ধ্যা, কিডজি পরিচালিত বুদ্ধিযুদ্ধ প্রভৃতি অনুষ্ঠান দারুনভাবে উপভোগ্য হয়ে ওঠে।

Advertisement

বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষভাবে প্রসংশিত হয়। সুখেন্দু হীরা থেকে সেখ হাসান ইমাম সকলেই বর্তমান যন্ত্র সভ্যতার যুগে বই পড়ার অপরিহার্যতার কথা তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নভেন্দু সামন্ত বলেন আমরা যে উদ্দেশ্য নিয়ে বই মেলার আয়োজন করেছিলাম তা সফল হয়েছে।বই এর প্রতি ছোট ছোট ছেলেমেয়েদের উৎসাহ এবং তাদের অভিভাবকদের আগ্রহ আমাদের চমৎকৃত করেছে।বইমেলা সফলভাবে আয়োজনের জন্য বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী, এবং তাদের অভিভাবক ও এলাকার সকল অধিবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ