কলকাতা 

বিধাননগরের একটি অবৈধ নির্মাণ সোমবার বেলা একটার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিধাননগরের একটি অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, সোমবার দুপুর ১টার মধ্যে ভাঙার কাজ শুরু করতে হবে।বিধাননগর পুরসভাকে পাঁচ তলা ভবনটির জল এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিধাননগর সেক্টর ফাইভ এলাকার শান্তিনগরে একটি ভবনকে ঘিরে দীর্ঘ দিন ধরেই বিতর্ক রয়েছে। মামলাকারী পাঞ্চিবালা পোল্লে অবৈধ নির্মাণের বিষয়ে বিধাননগর পুরসভাকে অভিযোগ জানান।

Advertisement

বিধাননগর পুরসভার আইনজীবী আদালতে জানান, ভবনটির নির্মাণকারীকে পুরসভায় ডেকে পাঠানো হলেও তিনি হাজির হননি। এই মামলার আগের শুনানিতে নির্মাণকারীকে আদালতে তলব করা হয়েছিল। কিন্তু সোমবারও তিনি গরহাজির থাকায় ভবনটি ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ