কামদুনি কাণ্ড নিয়ে কংগ্রেসের প্রতিবাদ সভা বাইনানে
কামদুনি গণধর্ষণের এবং হত্যার কলিকাতা হাইকোর্টে বিচারের নামে রাজ্য সরকারের প্রহসনের ব্যবস্থা এবং আসামিদের ন্যায্য শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এবং হাওড়া জেলা কংগ্রেস কমিটির নির্দেশে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অধীন আমতা কেন্দ্র কংগ্রেস কমিটির উদ্যোগে বাইনান ষষ্ঠীতলা ( বাইনান গ্রাম পঞ্চায়েতের নিকট )তে একটি প্রতিবাদ সভা ও পথ অবরোধ হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পদত্যাগের দাবিতে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমতার প্রাক্তন বিধায়ক শ্রী অসিত মিত্র মহাশয় ,হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সম্পাদক সুপ্রিয় ঘোষ , আমতা কেন্দ্রের বর্ষিয়ান নেতা জাহিদুল ইসলাম ,গোলাম মর্তুজা , সহ অন্যান্য নেতৃবৃন্দ |
Advertisement


