আন্তর্জাতিক বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলাদেশে সাহিত্য সম্মানে সম্মানিত পশ্চিমবাংলার তিন সাহিত্যিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ সাংস্কৃতিক প্রতিবেদন : প্রাপ্ত খবরে প্রকাশ গত ১৫ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশের সিলেট শহরে বিশেষ সাহিত্য সম্মানে ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের তিন সাহিত্যিক ক্রমে সেখ আব্দুল মান্নান, আঞ্জু মনোয়ারা আনসারী ও সন্দীপ রায়(নীল)।

‘সিলেট কলম সাহিত্য পরিষদ’ এর আহ্বায়ক সাংবাদিক সাহিত্যিক আশীষ দে এর আমন্ত্রণে ত্রয়ী সাহিত্যিকের সম্মানে স্থানীয় জিন্দাবাজার নজরুল একাডেমীর সভাগৃহে অনুষ্ঠিত হয় এক ভাবগম্ভীর সাহিত্য পাঠ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে আমন্ত্রীত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী রাষ্ট্রদূত নীরাজ কুমার জয়সওয়াল, প্রধান অতিথি হবিগঞ্জ – ১ এর সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, মূখ্য আলোচক বিশিষ্ট লেখক গবেষক সুনির্মল কুমার দেব মীন, বিদ্বৎজন প্রখ্যাত চিকিৎসক লেখক গবেষক অধ্যাপক ডা: মামুন আল মাহতাব, সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী ও কবি বাবুল দেব।

Advertisement

আহ্বায়ক আশীষ দে এর সভাপতিত্বে ও মিত্রা দে এর পরিচালনায় মঞ্চাসীন বিশিষ্ট জনেরা ভারত বাংলাদেশের সু-সমন্বয়ে সাহিত্যের অবদান সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনার পাশাপাশি একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠে সমৃদ্ধ হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান। কবিতা পাঠ করেন ভারত পশ্চিমবঙ্গের আমন্ত্রিত বর্ষিয়ান কবি তথা মেমারি বর্ধমানের ‘জিরো পয়েন্ট’ পত্রিকার প্রধান সম্পাদক কবি আঞ্জু মনোয়ারা আনসারী, ‘সুসমন্বয়’ পত্রিকার সম্পাদক কবি সন্দীপ রায় (নীল) এবং ‘বাংলার জনরব’ নিউজ পোর্টালের সাহিত্য সম্পাদক সাহিত্যিক সেখ আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত একগুচ্ছ স্থানীয় কবির ভিন্ন স্বাদের কবিতা পাঠে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কবিরা হলেন দেবব্রত রায় দীপন, ছড়াকার কামরুল আলম, হিমাংশু রায় হিমেল, সুজন পুরকায়স্থ, উৎপল বড়ূয়া, গীতিকবি বিপুল চন্দ, রিপন এস চৌধুরী, নিখিল দে, অপরেশ দাস অপু, রথীন্দ্র দাস, বিধান চন্দ, মলয় কর, মনন চন্দ, দ্বীপ রায়, রিংকু পাল, বিভাস বৈদ্য, পলি দেব, শিল্পী পাল, পাপড়ী রায়, আলমগীর আলম, এম এ ওয়াহিদ চৌধুরী, যীশু আচার্য, অভি দাস, নারায়ন ঘোষ, প্রিন্স সেন, শফিক আহমেদ, নাসিম আহমেদ, রত্না সেন প্রমুখ। এরপর মঞ্চসীন বিশিষ্ট জনেরা পশ্চিমবঙ্গ ভারতের তিন সম্মানীয় কবি সাহিত্যিক কে পুষ্প স্তবক, উত্তরীয়, এবং কলম সাহিত্য পরিষদ স্মারকে সম্মানিত করেন।

পশ্চিমবঙ্গের উপরোক্ত তিন কবি সাহিত্যিককে বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতেও গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। ঢাকার পুরানা পল্টন এলাকায় মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সভাগৃহে আয়োজিত ওই সাহিত্য সম্মাননা অনুষ্ঠানে তাঁদের সম্মাননা জ্ঞাপন করা হয়। সম্মাননা সভার পৌরহিত্য করেন মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের।‌ সভায় দুই বাংলার মহা মিলন সম্পর্কিত তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মহাসচিব শেহেলী পারভিন, দৈনিক ‘দেশ জগত’ পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট গবেষক লেখক মাহমুদুল হাসান নিজামী প্রমুখ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ