দক্ষিণ ২৪ জেলার ধর্মগুরুদের নিয়ে প্রশিক্ষণ শিবির আমানতের
বিশেষ প্রতিনিধি: ১১ই সেপ্টেম্বর ২০২৩ ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর ফুলতলা বিডিও অফিসের কনফারেন্স হলে ধর্মগুরুদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।এই প্রশিক্ষণ শিবিরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫ টি ব্লকের ধর্মগুরুদের নিয়ে পাঁচটি থিমেটিক মেসেজের উপর প্রশিক্ষণের কাজ শুরু হয় । মা ও শিশু স্বাস্থ্য, মা ও শিশুদের পুষ্টি, চাইল্ড প্রটেকশন, ওয়াটার স্যানিটেশন হাইজিন, শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ পর্ব শুরু হয়।
এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর এসবিসিসি সেলের কো-অর্ডিনেটর অর্ণব গায়েন, প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবরঞ্জন লাই, দক্ষিণ ২৪ পরগণা জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাহিদ হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক জিয়ারুল লস্কর, সেলিম আলী মোল্লা ও ৫টি ব্লকের ধর্মগুরুরা । পাঁচটি থিমেটিক মেসেজ নিয়ে বিভিন্ন ধর্মের ধর্মীয়গুরু ও স্কলারদের সহযোগিতায় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তথ্য নিয়ে একটি ‘ফেথ ফর লাইভ’ হ্যাণ্ডবুক তৈরি করার কাজ শেষ হতে চলেছে ১৩টি ভাষায় । সেগুলি নিয়ে আগামীদিনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কলারদের নিয়ে সারা জেলাজুড়ে প্রচার অভিযান চালানো হবে।
এই সভার শুভ সূচনা করেন সাহিদ হোসেন সিদ্দিকী। তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন কেন আজকের সভা আহ্বান করা হয়েছে। তার বক্তব্যের মাধ্যমে আমনতের ২০ বছরের কর্মকান্ড তুলে ধরেন। এই হ্যাণ্ডবুক তৈরি করায় ইউনিসেফের সহযোগিতা কথা উল্লেখ করেন। দেবরঞ্জন লাই তাঁর বক্তব্যের মাধ্যমে ফেইথ ফর লাইফের হ্যাণ্ডবুকের ৪ বছরের কাজের খতিয়ান ও আগামীদিনে ধম্মগুরুদের দায়িত্ব নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। আশাকরি আগামী অক্টোবর মাসের আগে এই হ্যাণ্ডবুকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, তারপর সেই হ্যাণ্ডবুক প্রচারের জন্য ব্যবহার করা হবে। সকলকে ধন্যবাদ ঞ্জাপন করে অনুষ্ঠানের উদ্দেশ্য সফলতা কামনা করে সভাটি সমাপ্তি ঘোষণা করেন সাহিদ হোসেন সিদ্দিকী।