জেলা 

স্বর্গীয় কংগ্রেস নেতা ভারতচন্দ্র খায়ের স্মরণে সভা আমরাগুড়িতে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উলুবেড়িয়া লোকসভার আমতা কেন্দ্রের অধীন আমরাগুড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান তথা আমরাগুড়ি অঞ্চল জাতীয় কংগ্রেস সভাপতি স্বর্গীয় ভরত চন্দ্র খা মহাশয়ের এক স্মরণ সভার আয়োজন করা হয় ২৭শে আগস্ট বিকাল 3 ঘটিকায় মেনকা স্মৃতি বিদ্যামন্দিরে। এই অনুষ্ঠানে স্বর্গীয় ভরতচন্দ্র খা মহাশয়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় | ভরত চন্দ্র খা মহাশয় এই সময় দাঁড়িয়ে বিধবা বিবাহের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। একদিকে তিনি শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের আবার অন্যদিকে ক্রীড়া সংগঠক ছিলেন।

তিনি যেমন রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতেন আবার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মকান্ডের মধ্যে দিয়ে। তাাঁর একটা জ্বলন্ত উদাহরণ হল উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন সমাজের কাজ করে গেছে এবং মানুষের উপকার করেছেন। আবার মৃত্যুর আগে মরণোত্তর চক্ষুদান করে মৃত্যুর পরেও অন্যকে চক্ষুদানের মাধ্যমে অমর হয়ে রইলেন আমাদের সকলের কাছে। প্রথম জীবনে বামপন্থী আন্দোলনের সঙ্গে থাকলেও পরবর্তী জীবনে জাতীয় কংগ্রেসকে জীবনের শেষ দিন পর্যন্ত অনুসরণ করে গেছেন ।

Advertisement

তাঁর স্মৃতিচারণ করেন এবং শ্রদ্ধার্ঘ্য জানান শ্রী অসিত মিত্র মহাশয় , প্রাক্তন বিধায়ক ও সহ-সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি, শেখ হাফিজুর রহমান, সহ-সভাপতি, হাওড়া জেলা কংগ্রেস কমিটি ,হরিপদ রায়, হাওড়া জেলা কংগ্রেস নেতা ,সমর মল্লিক ,সভাপতি ,আমতা কেন্দ্র কংগ্রেস কমিটি, শেখ রামিজুল হক, সভাপতি আমরাগুড়ি অঞ্চল কংগ্রেস কমিটি। বিশিষ্ট বামপন্থী নেতা তপন চন্দ্র চন্দ্র ও অন্যান্য সকল দলের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ