দেশ 

মণিপুরে ভারতমাতা প্রতিদিন খুন হচ্ছে, হিন্দুস্তানকে খুন করছে বিজেপি, সংসদের প্রথম ভাষণে তীব্র ভাষায় আক্রমণ রাহুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: সংসদ পদ খারিজ হওয়ার পর পুনরায় সুপ্রিম কোর্টের নির্দেশে লোকসভায় ঢোকার অনুমতি পেয়ে প্রথম ভাষণে দেশবাসীকে বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মনিপুরের সহিংসতা নিয়ে সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী চাঁছাছোলা ভাষায় বিজেপি এবং মোদি সরকারকে আক্রমণ করেছেন।

তিনি এদিন বলেন মণিপুরে ভারত মাতাকে প্রতিদিন খুন করা হচ্ছে। হিন্দুস্তানকে খুন করা হচ্ছে। দেশের সংহতিকে বিপন্ন করা হচ্ছে। সংসদে বক্তব্য রাখতে উঠে খানিকটা রসিকতা সুরে বিজেপির সাংসদদের উদ্দেশ্যে বলেন আমি বেশ কিছুদিন পর সংসদে বক্তব্য রাখতে দাঁড়িয়েছি, তবে আমার বন্ধু বিজেপির সাংসদদের কাছে একটা বিনয় সঙ্গে জানাচ্ছি আমি আজ আদানির বিরুদ্ধে কোন কথা বলবো না। মাননীয় স্পিকার সাহেব দুঃখ পেতে পারেন আগে হয়তো দুঃখ পেয়েছেন আজকে দুঃখ পাওয়ার কিছু নেই কারণ আমি আদানির বিরুদ্ধে কিছু বলবো না যা বলব মনিপুরের মানুষের কথা শোনাতে চাই।

রাহুল গান্ধীর এই চারটি বক্তব্য যখন সংসদে তিনি বলছেন তখন সমগ্র লোকসভা উত্তাল হয়ে উঠেছে হাততালিতে। এরপরই রাহুল গান্ধী শুরু করলেন বিজেপির সেই বহু চর্চিত স্লোগান ভারত মাতা কি জয়। রাহুলের ভাষণ চলাকালীন সময়ে বিজেপির সাংসদরা যখন ভারত মাতা কি জয় বলে রাহুলের ভাষণ থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন ঠিক তখনই রাহুল গান্ধী বলে উঠলেন আপনারা ভারতমাতা কে খুন করেছেন আপনারা হিন্দুস্তানকে খুন করেছেন আপনারা দেশ বিরোধী।

এদিনের ভাষণে রাহুল গান্ধী মনিপুর নিয়েই বলেছেন মণিপুর নিয়ে বলতে গিয়ে খানিকটা কটাক্ষের সুরে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে বলেছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী দুজনের কথা শুনতে পান একজন হলেন অমিত শাহ অন্যজন হলেন আদানি। রাবণের উদাহরণ টেনে এনে রাহুল গান্ধী বলেন রাবণও দুজনের কথা শুনতে পেতেন একজন কুম্ভকর্ণ অন্যজন মেঘনাদ। মোদিজিকে রাবণের সঙ্গে তুলনা করার ফলে আবারো সংসদ সরগম হয়ে ওঠে।

নরেন্দ্র মোদিকে রাবণের সঙ্গে তুলনা করার পরও তা নিয়ে বিজেপির কোনো উচ্চবাচ্য ছিল না। বিজেপির আক্রমণের বিষয়বস্তু হয়ে দাঁড়ালো রাহুল গান্ধীর ফ্লাইং কিস। বক্তব্য শেষ করার পর রাহুল গান্ধী যখন সংসদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় তিনি সাংসদদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েছিলেন তা নিয়ে এই বিজেপি রে রে করে উঠেন বলেন মহিলাদের সম্মান করতে জানেন না কংগ্রেস নেতারা।

যদিও ওয়াকিবহাল মহল বলছেন এই ফ্লাইং কিসে এমন কিছু দোষের কিছু নেই কারণ তিনি সংসদের উদ্দেশ্যে এবং সংসদের উদ্দেশ্যে এই ফ্লাইং কিস দিয়েছেন আর বিজেপি কোন ইস্যু না  খুঁজে রাহুল নিয়ে পড়েছেন এবং তা নিয়েই তীব্র আক্রমণ করে চলেছেন।

দুঃখের হলেও সত্য রাহুল গান্ধী গতকাল সংসদে দাঁড়িয়ে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন যে সাহসী ভাষণ দিয়েছেন দেশের সাধারণ মানুষের আওয়াজকে তিনি যেভাবে লোকসভায় প্রতিফলিত করেছেন সেই কথাগুলো আজকের অধিকাংশ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। এই সংবাদ মাধ্যমের হাত ধরে ভারতের গণতন্ত্র কি টিকবে? এটাই এখন হাজার কোটি টাকার প্রশ্ন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ