‘ইন্ডিয়া’ নামটি মোদিজীর পছন্দ হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়
বিশেষ প্রতিনিধি: বিজেপির সংসদীয় দলের বৈঠকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী জোট ইন্ডিয়াকে কটাক্ষ করতে গিয়ে ইন্ডিয়ান মুজাহিদীন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করেছেন। তা নিয়ে শুরু হয়েছে দেশ জুড়ে শোরগোল। আর এ প্রসঙ্গে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিরোধী জোট ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ এলায়েন্সকে প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে, তাই তিনি অকারনে এটা আক্রমণ করছেন ।
মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পরে রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদীর মন্তব্য সম্পর্কে প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হয় ‘ইন্ডিয়া’ নামটা ওঁর পছন্দ হয়েছে। গ্রহণ করেছেন।’’
সোমবার সকালে সংসদ ভবনে বিজেপি সংসদীয় দলের বৈঠক মোদী নিষিদ্ধ দুই কট্টরপন্থী গোষ্ঠী ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ এবং ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র সঙ্গে ‘ইন্ডিয়া’র তুলনা টানেন। সেই সঙ্গে তোলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র প্রসঙ্গও। তিনটি ক্ষেত্রেই ‘ইন্ডিয়া’ নাম রয়েছে বলে জানিয়ে বিরোধীদের কটাক্ষ করেন তিনি। বৈঠক শেষের পরে মোদীর ওই মন্তব্য সংবাদমাধ্যমকে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। ঘটনাচক্রে, গত ১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠকে ঘোষিত ‘ইন্ডিয়া’ নামটি মমতার দেওয়া বলেই সূত্রের খবর।
এই পরিস্থিতিতে মঙ্গলবার মোদীর শ্লেষ প্রসঙ্গে সরাসরি কোনও প্রতিআক্রমণ করেননি তৃণমূল নেত্রী। বরং প্রধানমন্ত্রীর মন্তব্যের ‘সম্ভাব্য কারণ’ জানাতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘তোমরা প্রশ্ন করেছ, কিছু তো বলতে হবে।’’ তবে সেই সঙ্গেই মোদীর মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেন, ‘‘জনসাধারণ (পাবলিক) ‘ইন্ডিয়া’ নামটি গ্রহণ করেছে। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন ‘ইন্ডিয়া’ সম্পর্কে কেউ মুজাহিদিন বলে? যত বলবে, বুঝতে হবে পছন্দ হয়েছে।’’