দেশ 

‘‘শ্রীযুক্ত মোদী, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা ‘ইন্ডিয়া’। আমরা মণিপুরের ক্ষত প্রশমন করতে, প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মোছাতে সহায়তা করব। আমরা মানুষের মধ্যে শান্তি এবং ভালবাসা ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতীয়ত্বের চেতনা পুনর্নির্মাণ করব’’ : রাহুল গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মোদি বিরোধী জোট ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ এলায়েন্স নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কটাক্ষ করেছেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে নরেন্দ্র মোদি বিরোধীদের জোট ইন্ডিয়াকে ইন্ডিয়ান মুজাহিদীন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করেছেন। এই বার্তা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘‘শ্রীযুক্ত মোদী, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা ‘ইন্ডিয়া’। আমরা মণিপুরের ক্ষত প্রশমন করতে, প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মোছাতে সহায়তা করব। আমরা মানুষের মধ্যে শান্তি এবং ভালবাসা ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতীয়ত্বের চেতনা পুনর্নির্মাণ করব।’’

মণিপুর নিয়ে বিরোধীদের ধারাবাহিক বিক্ষোভের জেরে বার বার মুলতুবি হচ্ছে সংসদের বাদল অধিবেশন। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব ‘ইন্ডিয়া’-র সাংসদেরা। এই আবহে সোমবার সকালে চতুর্থ দিনের বাদল অধিবেশনের সূচনার আগে সংসদ ভবনে বিজেপি সংসদীয় দলের বৈঠকে মোদী নিষিদ্ধ দুই কট্টরপন্থী গোষ্ঠী ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ এবং ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র সঙ্গে ‘ইন্ডিয়া’র তুলনা টানেন। সেই সঙ্গে তোলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রসঙ্গও। তিনটি ক্ষেত্রেই ‘ইন্ডিয়া’ নাম রয়েছে বলে জানিয়ে বিরোধীদের কটাক্ষ করেন তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ