কলকাতা 

বিজেপির কোন কর্মীর বাড়ি যদি তৃণমূল ঘেরাও করে তাহলে তৃণমূল সাংসদদের পার্লামেন্টে ঢুকতে দেবো না হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে ছিনিয়ে আনার দাবিতে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার একুশে জুলাই এর মঞ্চ থেকে তিনি এই কর্মসূচির ঘোষণা করেন এর পরেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিম সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে এই কর্মসূচি হবে শান্তিপূর্ণভাবে। অর্থাৎ একজন প্রশাসনিক কর্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে একটু হালকা ভাবে তুলে ধরার চেষ্টা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি কথা বলেছিলেন তাতে অশান্তি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেকটাই লঘু করে দেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই ঘোষণার পরে পরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন বাংলায় যদি আমাদের নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয় তাহলে দিল্লিতে অভিষেককে ঢুকতেই দেওয়া হবে না।

Advertisement

অভিষেক এদিন বলেন, ‘‘আগামী ৫ অগস্ট, শনিবার বিজেপির সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য শান্তিপূর্ণ ভাবে বাড়ি ঘেরাও হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাড়িতে কোনও বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। কিন্তু বিজেপি নেতা বাড়ি থেকে বেরবেও না, ঢুকবেও না। গায়ে হাত দেবেন না। গণ ঘেরাও কর্মসূচি হবে। তারপর দিল্লি ঘেরাও হবে। সর্বশক্তি লাগিয়ে দেব। ট্রেনে করে বুকে আশা বেঁধে দিল্লি চল।’’

এরপর শুভেন্দুর প্রতিক্রিয়া, “আজ ডিম-ভাতের উৎসবে অহঙ্কার দেখুন। ৫ অগস্ট বিজেপির ছোট থেকে বড় নেতাদের বাড়ি নাকি ঘিরবে! নেতাদের বাড়ি বন্ধ থাকবে! বয়স্ক ছাড়া কাউকে ঢুকতে দেবে না। অভিষেক শুনে রাখুন, আপনার বিরুদ্ধে এফআইআরের কপি নিয়ে কোর্টে যাচ্ছি। এই কর্মসূচিতে মানুষের মৌলিক অধিকার বিপন্ন।’’

বিরোধী দলনেতা আরও বলেন, কার বাড়িতে কে ঢুকবে কে বেরবে তা মানুষের সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকার। বিজেপির কোনও কর্মীর বাড়িতে যদি এই কর্মসূচি নিয়ে তৃণমূল যায় তাহলে পার্লামেন্টে তৃণমূল সাংসদদের ঢুকতে দেব না। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেও বিজেপি নেতার বাড়ি ১০০ মিটার দূর থেকে ঘেরাও করার কথা মমতা বলতে পারেন না’’”

শুভেন্দু এদিন আরো বলেন, “এই অসভ্যের রাজনীতি আমরা দেখিনি। ব্যক্তিগত আক্রমণ, বাড়িতে আক্রমণ, গাড়িতে আক্রমণ! এত সরকার এসেছে কিন্তু, এ রকম করেনি। সিপিএম ৩৪ বছর মিছিলে হামলা করেছে, বোমা মেরেছে। কিন্তু এই কোম্পানি বাড়িতে হামলা করতে বলে। কী সাহস।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ