কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো একুশ শতকের গল্পকবিতা’র ত্রয়োদশ সংকলন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা বাংলার জনরব, কলকাতা: ১৪ জুলাই ২০২৩ রবীন্দ্র সদন জীবনানন্দ সভাঘরে ইদানীং নাট্যগোষ্ঠীর আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সাহিত্যিক জয়ন্ত রসিক সম্পাদিত ‘একুশ শতকের গল্পকবিতা’র ত্রয়োদশ সংকলন। ১২টি গল্প ও ২৩ টি কবিতা সম্বলিত সংকলনটির প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার প্রেস কর্ণারের সভাপতি তথা দৈনিক সবার খবরের সম্পাদক কিংশুক ভট্টাচার্য, এশিয়াটিক সোসাইটির হিউম্যান রাইটসের সভাপতি তাপস চ্যাটার্জী, বিশিষ্ট কবি অমর কুমার দাস। ইদানীং নাট্যগোষ্ঠীর শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী সংগীত দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে বাংলা সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৩ জন গুণীর সংবর্ধনায় এবং উপস্থিত কতিপয় কবি ও সংগীত শিল্পীদের গান,কবিতা, আবৃত্তি পরিবেশনায় মনোগ্রাহী হয়ে উঠেছিল এদিনের সমগ্র অনুষ্ঠান।

এদিন সংবর্ধিত হন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ রেজাউল করিম, বিশিষ্ট সংগঠক সুনীল চক্রবর্তী ও বিশিষ্ট নাট্যশিল্পী সোমা মুখোপাধ্যায়।

ইদানীং নাট্যগোষ্ঠীর সভাপতি সবিতা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশিষ্ট কবি সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আশিস কুমার নন্দী, মানিক দে, সেখ আব্দুল মান্নান, ড. মনোরমা পোল্ল্যে, ড. মনীষা চক্রবর্তী, চন্দ্রা ব্যানার্জি, রতিকান্ত ধর,নন্দিতা চক্রবর্তী, শুভ্রা মুখার্জি সাহিনা পারভিন, শর্মিষ্ঠা মাজি, শাশ্বত দাস গুপ্ত , রিক্তা মন্ডল প্রমুখ।

এছাড়া এদিন অনুষ্ঠানে শিল্পী শুভ্রা মুখার্জির পরিচালনায় একঝাঁক বয়স্ক শিল্পীর সঙ্গীতানুষ্ঠান এবং শিল্পী শর্মিষ্ঠা মাজি পরিচালিত ‘পদার্পন’ শিল্পীগোষ্ঠীর বর্ষার গানের অনুষ্ঠান উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয়। অনুষ্ঠান দুটির অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ক্রমে মিনু প্রধান মন্ডল, অনিতা রুদ্র,কৃষ্ণা ব্যানার্জী, পারমিতা পোদ্দার, মালবিকা দেবনাথ,রেবা নন্দী, মৌসুমী দাস,মনিকা গুপ্ত, রেনুকা কর্মকার, রমা ঘোষ,প্রীতি রায়,রীনা দত্ত, দেবব্রত ঘোষ,সুজিত দাস, গৌতম পাল, স্বপ্না ঘোষ, অমিতা মিত্র, জয়শ্রী ভট্টাচার্য, লক্ষী দাশগুপ্ত,রিনা দাস ও অরুনধ্যুতী মুখার্জি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ