জেলা 

মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানকে সরিয়ে দিল কাউন্সিলররা, শাসক দলের গোষ্ঠী কোন্দলের !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের জেরে মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়ে গেল এর ফলে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী কে সরিয়ে দিল কাউন্সিলাররা। তৃণমূলের নেতাদের অভিযোগ ওই চেয়ারম্যান নাকি তাদেরকে কাজ করতে দিচ্ছিল না। সেই জন্যই তোলবি সভা ডেকে তাকে অপসারণ করা হয়েছে।

বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ডেপুটি চেয়ারম্যান মেহেদী আলম মির্জা।

Advertisement

গত ১৪ জুন মুশিদাবাদ পৌরসভার (Murshidabad Municipality) ৯ জন কাউন্সিলর অনাস্থা ডাকেন। পৌর আইন অনুযায়ী, অনাস্থা প্রস্তাব আসার ১৫ দিনের মধ্যে চেয়ারম্যানকে কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকতে হতো। কিন্তু চেয়ারম্যান তা করেননি বলে অভিযোগ।

পরবর্তী সাতদিনে ভাইস চেয়ারম্যানও (Vice Chairman) বৈঠক ডাকেননি। তাই ২৮ দিনের মাথায় তলবি সভা ডাকা হয় মুর্শিদাবাদ পৌরসভায়। মঙ্গলবার ১০ জন কাউন্সিলরের উপস্থিতিতে তলবি সভার মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারণ করা হয়। বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জা।

এদিনের তলবি সভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নবাব পরিবারের সদস্য ফাহিম মির্জা। তিনি জানান, পৌর আইন অনুযায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কোনও মিটিং না ডাকায় তলবি সভা হয়। ৪৫ এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই বৈঠক ডাকেন। এই মিটিংয়ে মোট ১০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে চেয়ারম্যানকে সরানো হল।

এনিয়ে মুর্শিদাবাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি ইন্দ্রজিৎ ধর বলেন, ”আমরা দলের বিরুদ্ধে নই, চেয়ারম্যানের বিরুদ্ধে। ১৪ মাস ধরে কোনও কাউন্সিলরকে কাজ করতে দেওয়া হয়নি। তাই আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে, সেই জন্য তাঁকে অপসারণ করা হল।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ